Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

ভারত–পাক ম্যাচে ব্যাট হাতে ইতিহাস গড়লেন অভিষেক শর্মা

 

Abhishek-Sharma

সমকালীন প্রতিবেদন : ভারত–পাকিস্তান মানেই উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা এবং বাড়তি আবেগ। রবিবার দুবাইয়ে এশিয়া কাপ ২০২৫–এর সুপার ফোরের লড়াইও তার ব্যতিক্রম নয়। তবে এদিন সব আলো কেড়ে নিলেন ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা। ব্যাট হাতে রচনা করলেন নতুন এক অধ্যায়।

ইনিংসের একেবারে প্রথম বলেই পাকিস্তানের গতি তারকা শাহিন শাহ আফ্রিদিকে সোজা লং-অন দিয়ে ছক্কা হাঁকালেন অভিষেক। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এটাই প্রথমবার, যখন শাহিন আফ্রিদির করা ইনিংসের প্রথম বল বাউন্ডারির বাইরে গেল। এর আগে ৭০ বার প্রথম ওভার শুরু করেও এমন কাণ্ড ঘটেনি তাঁর সঙ্গে। ইতিহাস গড়লেন অভিষেকই।

শুধু তাই নয়, একই টুর্নামেন্টে দ্বিতীয়বার ইনিংসের প্রথম বলেই ছক্কা মারলেন তিনি। এর আগে ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ম্যাচে হায়দার আলির প্রথম বল স্ট্যান্ডের বাইরে পাঠিয়েছিলেন। ফলে দু’বার এই কৃতিত্ব অর্জন করা একমাত্র ভারতীয় ক্রিকেটার এখন অভিষেক শর্মা। ভারতের জার্সিতে ম্যাচের প্রথম বলেই ছক্কা হাঁকানোর তালিকায় নাম আছে রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মার। কিন্তু এই বিরল তালিকায় দু’বার নাম তুলেছেন শুধু অভিষেকই।

মাঠে উত্তেজনা শুরু হয়েছিল একেবারে গোড়াতেই। কয়েক ওভার পর শুভমন গিলের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান শাহিন আফ্রিদি। পরে হ্যারিস রউফের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন অভিষেক। ম্যাচ শেষে অভিষেক স্পষ্ট জানালেন, পাকিস্তানের বাড়াবাড়ির জবাব দিয়েছেন ব্যাট হাতে। তাঁর ভাষায়, “ওরা বারবার প্ররোচনা দিচ্ছিল। আমার সেটা মোটেই পছন্দ হয়নি। তাই জবাব দিতে হয়েছিল।”

প্রতিশোধের ছাপ মিলল তাঁর ব্যাটিংয়েও। মাত্র ৩৯ বলে ৭৪ রান করেন অভিষেক, যার মধ্যে ছিল ৬টি চার ও ৫টি ছক্কা। স্ট্রাইক রেট প্রায় ১৯০। অপর প্রান্তে শুভমন গিলও আফ্রিদির বিরুদ্ধে আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট চালান। দু’জনের শতরানের জুটি ভারতকে জয়ের ভিত গড়ে দেয়। ছোটবেলা থেকে একসঙ্গে খেলার অভিজ্ঞতার কথাও ম্যাচ শেষে ভাগ করে নিলেন অভিষেক— “স্কুল থেকেই একসঙ্গে খেলছি। আগে থেকেই ঠিক করেছিলাম, আজ কিছু একটা করতে হবে। শুভমনের ব্যাটিং দেখে দারুণ লেগেছে।” এশিয়া কাপে এদিনই প্রথম অর্ধশতরান এল অভিষেকের ব্যাট থেকে। 

অধিনায়ক সূর্যকুমার যাদবও ম্যাচ শেষে প্রশংসায় ভরিয়ে দেন দুই ওপেনারকে। তাঁর মতে, সতীর্থদের দৃঢ়তা দলের কাজ অনেক সহজ করে দেয়। যদিও এদিন জসপ্রীত বুমরাহ সফল হননি। অবশেষে, মাঠের সমস্ত নাটক, মৌখিক লড়াই এবং পাকিস্তানের প্ররোচনা ছাপিয়ে রবিবারের ম্যাচে নায়ক ছিলেন শুধু অভিষেক শর্মা। প্রথম বলের ছক্কা থেকে ৭৪ রানের ঝড়—সব মিলিয়ে নতুন ইতিহাস লিখলেন এই তরুণ ওপেনার।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন