Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

‘এআই’ আদতে আশীর্বাদ নাকি অভিশাপ– দুর্গাপুজোর মন্ডপে ফুটে উঠবে তারই থিম

 ‌

Durga-Puja-on-AI-theme

সমকালীন প্রতিবেদন : '‌এআই' এর করিশ্মা এবার দুর্গাপুজোয়! স্বাধীনতার আগে যে পুজোর সূচনা, এবার তাদের পুজোর হাত ধরেই আপনারা এগিয়ে যাবেন আরও ২০০ বছর। থিম পুজোর রমরমায় তাদের পুজোর থিম বর্তমান সময়ের সবথেকে চর্চার তো বটেই ভয়েরও বটে। ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ বা ‘এআই’-এর হাত ধরে আধুনিক বিজ্ঞান এগিয়ে গিয়েছে বেশ খানিকটা। কিন্তু এর সুফলের পাশাপাশি কুফলও মাঝেমধ্যে টের পাওয়া যায়। ‘এআই’ আশীর্বাদ নাকি অভিশাপ, তা বিচারের দায়িত্ব দর্শকদের ওপরই ছাড়ছেন শিল্পী সুবল পাল। ঈশ্বরের বিশ্বাস এবং আধুনিক বিজ্ঞানকে একসুতোয় বাঁধতে চলেছেন তিনি। কারা আনছে এই চমক ? 

এই চমক অবশ্য নতুন কিছু নয়। এর আগেও বারেবারে শিল্পী সুবল পালের হাত ধরে দর্শকদের চমকে দিয়েছে উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্কের পুজো। বনগাঁ লোকাল, মেট্রোর মতো সুপার হিট থিম করে আগেই দর্শকদের মন কড়েছে এই পুজো কমিটি। এবারে তাদের আশা অবশ্য আরও বেশ খানিকটা বেশি। ৪৯তম বছরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরে জগৎ মুখার্জি পার্কের পুজো এবার গত সব বছরকে ছাপিয়ে যাবে বলেই আশা পুজো উদ্যোক্তাদের। 

জগৎ মুখার্জি পার্কের পুজোর চমক অবশ্য ছিল খুঁটি পুজো থেকেই। কোনো সেলিব্রিটি বা নেতামন্ত্রী নন, এবছর তাদের খুঁটি পুজোর উদ্বোধন করেছিলেন অবসরপ্রাপ্ত সেনাকর্মী জয়দীপ মুখোপাধ্যায়। তিনি ছিলেন স্থল সেনার আর্টিলারি ইউনিটের সদস্য। কাশ্মীরের পহেলগাঁও-তে জঙ্গি হামলার প্রত্যাঘাতে 'অপারেশন সিঁদুর' ভারতীয় সেনার প্রতি দেশবাসির শ্রদ্ধা আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে। সেই কথা স্মরণ করে নেতামন্ত্রীর বদলে সেনাকর্মীকে দিয়ে খুঁটিপুজোর উদ্বোধনের মধ্যেও ছিল নতুনত্ব, সেনাবাহিনীর ওপর শ্রদ্ধা প্রদর্শন। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।  

জগৎ মুখার্জি পার্কের পুজো সেই শুরুর সময় থেকেই নানান কারণে সবার দৃষ্টি আকর্ষণ করে আসছে। ১৯৩৬ সাল থেকে শুরু হয়েছে এই পুজো। একটা সময় ছিল যখন দুর্গাপুজোয় নাটক ছিল জগৎ মুখার্জি পার্কের অন্যতম আকর্ষণ। যেখানে উৎপল দত্ত, ছবি বিশ্বাস, বাদল সরকারের মতো দিকপাল অভিনেতারা অভিনয় করতে আসতেন। নবমীর দিন লাঠি খেলার পর রাতভর চলতো নাটক। 

এখন আর নাটক দেখানো না হলেও, এখনও নিজেদের পুজোর ঐতিহ্য বহন করে চলেছে জগৎ মুখার্জি পার্ক। আগের মতো পুজোর কটাদিন এখনও এই মন্ডপে বাজে শুধুমাত্র রবীন্দ্র সংগীত। নানান চড়াই উতড়াইয়ের মধ্যে দিয়ে গেলেও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে যে এগিয়ে চলেছে জগৎ মুখার্জি পার্কের পুজো, তা তাদের আয়োজন দেখলেই স্পষ্ট। গত বেশ কয়েকবছর ধরে থিমের পুজোর রমরমা। শহর থেকে শহরতলি সব জায়গাতে চিত্রটা একইরকম। 

তাই যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রতিবছরই দর্শকদের নিত্যনতুন থিম উপহার দেয় এই পুজো কমিটি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার রমরমায় কর্মী ছাঁটাইয়ের খবর এখন নিত্যদিনের ঘটনা। বেশকিছু জটিল কাজ যেমন সহজেই করে ফেলে ‘এআই’, তেমনই তথ্য বিকৃত করে সব স্তরের মানুষকে সমস্যায় ফেলতে তার জুড়ি মেলা ভার। তাই অনেকসময়ই আমরা বিভ্রান্ত হয়ে যাই ‘এআই’ আদতে আমাদের আশীর্বাদ নাকি অভিশাপ। 

সেই ভাবনাই এবার জগত মুখার্জি পার্কের দুর্গাপুজো মন্ডপে তুলে ধরবেন শিল্পী সুবল পাল। মন্ডপের পাশাপাশি প্রতিমাতেও কি লাগবে ‘এআই’-য়ের ছোঁয়া?‌ সেটা খুব স্পষ্ট করে জানা না গেলেও, ঈশ্বরের প্রতি ভক্তি এবং বিশ্বাসে দর্শনার্থীদের যাতে আঘাত না লাগে, সেকথা মাথায় রেখেই মাদুর্গাকে গড়ে তুলেছেন শিল্পী সুবল পাল। সবমিলিয়ে শিল্পীর অভিনব সৃজনে জগৎ খ্যাত হতে প্রস্তুত উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্কের পুজো।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন