Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

ওডিআই বা টি-২০ নয়, লাল বলে ভারতের অধিনায়ক হচ্ছেন শ্রেয়স আইয়ার

 

Captain-Shreyas-Iyer

সমকালীন প্রতিবেদন : কিছুদিন আগেই ইংল্যান্ড সফরে গিয়েছিল ভারতীয় টেস্ট টিম। নতুন ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়া হয়েছিল তরুণ ক্রিকেটার শুভমন গিলকে। ইংল্যান্ডে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন। কিন্তু নেতৃত্বের দিক থেকে তাঁর তৈরি হতে যে আরও অনেক সময় লাগবে, সেই ইঙ্গিতও মিলেছে। শ্রেয়স আইয়ারকেও কি আগামীতে টেস্টে ভারতের নেতৃত্বে দেখা যেতে পারে? সেই সম্ভাবনা জোরালো। 

ঘরের মাঠে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দুটি চারদিনের ম্যাচ খেলবে ভারত এ দল। সেই স্কোয়াড ঘোষণা হয়েছে। নেতৃত্বে শ্রেয়স আইয়ার। ভাইস ক্যাপ্টেন করা হয়েছে কিপার ব্যাটার ধ্রুব জুরেলকে। শনিবার ভারতীয় বোর্ড যে দল ঘোষণা করেছে সেখানে অধিনায়ক করা হয়েছে শ্রেয়সকে। এত দিন ভারত ‘এ’ দলের নেতৃত্ব দিচ্ছিলেন অভিমন্যু ঈশ্বরণ। তিনি দলে থাকলেও নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন শ্রেয়স। 

তিনি ছাড়াও ধ্রুব জুরেল, সাই সুদর্শন, নীতীশ কুমার রেড্ডি এবং প্রসিদ্ধ কৃষ্ণের মতো টেস্ট দলের নিয়মিত ক্রিকেটারেরা রয়েছেন। বোর্ড জানিয়েছে, দ্বিতীয় টেস্টের আগে দলে যোগ দেবেন কেএল রাহুল এবং মহম্মদ সিরাজ। সেক্ষেত্রে প্রথম টেস্টের দল থেকে দু’জন ক্রিকেটার বাদ পড়বেন। বদলে দলে ঢুকবেন তাঁরা। অক্টোবরের শুরুতে ওয়েস্ট ইন্ডি‌জের বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরি‌জ খেলবে ভারত। তার পর রয়েছে দক্ষিণ আফ্রিকা সিরিজ। 

শ্রেয়সকে ভারত ‘এ’ দলে ফিরিয়ে নির্বাচকেরা বার্তা দিলেন, তিনি লাল বলের ভাবনায় রয়েছেন। হয়তো আগামী দু’টি সিরিজেই ভারতীয় দলে শ্রেয়সের প্রত্যাবর্তন হতে পারে। ঘরোয়া ক্রিকেটে ভাল খেলা একাধিক ক্রিকেটারকে ভারত ‘এ’ দলে নেওয়া হয়েছে। তার সঙ্গে রয়েছেন অভিজ্ঞরাও। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে শুরু প্রথম বেসরকারি টেস্ট। দ্বিতীয়টি শুরু ২৬ সেপ্টেম্বর থেকে। দু’টি ম্যাচই হবে লখনউয়ে। এর পর তিনটি একদিনের ম্যাচ হবে ৩০ সেপ্টেম্বর, ৩ এবং ৫ অক্টোবর। সবক’টি ম্যাচই হবে কানপুরে।

একনজরে দেখে নিন অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ভারত এ স্কোয়াড : শ্রেয়স আইয়ার (ক্যাপ্টেন), অভিমন্যু ঈশ্বরণ, নারায়ণ জগদীশন, সাই সুদর্শন, ধ্রুব জুরেল (ভাইস ক্যাপ্টেন), দেবদত্ত পাড়িক্কল, হর্ষ দুবে, আয়ুষ বাদোনি, নীতীশ কুমার রেড্ডি, তনুষ কোটিয়ান, প্রসিধ কৃষ্ণ, গুরনুর ব্রার, খলিল আহমেদ, মানব সুথার, যশ ঠাকুর। দ্বিতীয় ম্যাচে দু-জনের জায়গায় আসবেন লোকেশ রাহুল, মহম্মদ সিরাজ।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন