Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

অস্ট্রেলিয়ার মাটিতেও ঝড় তুলল বৈভবের ব্যাট

 

Batting-of-Vaibhav

সমকালীন প্রতিবেদন : সে মাঠে নামলেই যেন গোটা গ্যালারি অপেক্ষা করে থাকে চার-ছক্কার ঝড় দেখার জন্য। ইতিমধ্যে বিস্ময় বালকের তকমাও জুটেছে। কারণ, তাঁর বয়স মাত্র ১৪। আইপিএল থেকে শুরু। পরের গল্পটা সে নিজের ব্যাট থেকে ঝরানো রান দিয়ে লিখছে। ভারতের অনূর্ধ্ব ১৯ দলের জার্সি পরেও আইপিএল-এর সমান দাপট। সমান বিস্ফোরক ইনিংস। একের পর এক বোলার নিধন যজ্ঞ। নাম বৈভব সূর্যবংশী। 

শুধু দেশের মাটিতে নয়, বিদেশের বাউন্স পিচেও যে একইভাবে চার ছয় মারা যায়, সেটাই দেখিয়ে দিল সে। রোহিত শর্মা, অভিষেক শর্মার পর হয়তো ভারতের আগামীর ওপেনার হয়ে উঠছে বৈভব। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ দলকে ৭ উইকেটে হারাল ভারতের অনূর্ধ্ব ১৯ দল। ১১৭ বল বাকি থাকতে ম্যাচ জিতে নিল ভারত। সেই জয়ে বিস্ফোরক ইনিংস খেলল বৈভব। ইনিংস ওপেন করতে নেমে ২২ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংস। 

গোটা ইনিংসটি সাতটি চার ও একটি ছক্কায় সাজানো ছিল। অস্ট্রেলিয়ার বোলারদের মানসিকভাবে দুমড়ে দেওয়ার সেই শুরু। গোটা ম্যাচে আর সেই ধাক্কা থেকে বেরতে পারেননি অজি বোলাররা। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ৯ উইকেটে করে ২২৫। জন জেমস ৬৮ বলে ৭৭ রানের অপরাজিত ও ঝোড়ো ইনিংস খেলে অস্ট্রেলিয়ার স্কোর দুশোর পারে পৌঁছে দেন। ভারতের হয়ে হেনিল পটেল ৩৮ রানের বিনিময়ে ৩ উইকেট নেন। 

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩০ ওভারেই তিন উইকেট হারিয়ে ২২৭ রান তুলে হাসতে হাসতে ম্যাচ জিতে যায় ভারত। শুরুতে ঝড় তুলে বৈভব যে টোন সেট করে দিয়ে যায়, সেই ভিতের ওপর দাঁড়িয়ে বেদান্ত ত্রিবেদী ৬৯ বলে অপরাজিত ৬১ এবং অভিজ্ঞান কুণ্ডু ৭৪ বলে অপরাজিত ৮৭ রানের ইনিংস খেলেন। অস্ট্রেলিয়াকে কার্যত দাঁড়াতেই দেয়নি ভারত। যুব ওয়ান ডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

তবে এর আগে গত আইপিএলেই নিজের জাত চিনিয়েছিল বৈভব। ইতিহাস গড়েছিল এই বিস্ময় বালক। বিহারের ১৪ বছর বয়সী এই ব্যাটার সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে আইপিএলে খেলে নজির গড়েছিল। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে তাঁর ৩৫ বলে সেঞ্চুরির ইনিংস এখনও লোকের মুখে মুখে ফেরে। সেটাও ছিল রেকর্ড। সর্বকনিষ্ঠ হিসাবে আইপিএলে সেঞ্চুরি তো ছিলই। সেটা ছিল ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরি। বৈভব ভেঙে দিয়েছিল ইউসুফ পাঠানের রেকর্ডও। আর এবার বিদেশের মাটিতেও একইভাবে সপ্রতিভ এই ভারতীয় তরুণ। 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন