Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

৫ তারকাকে দেশে রেখেই এশিয়া কাপ খেলতে যাচ্ছে ভারত!

 

Asia-Cup

সমকালীন প্রতিবেদন : ভারতের পরবর্তী অভিযান সংযুক্ত আরব আমিরশাহিতে। ৯ থেকে ২৮ সেপ্টেম্বর আয়োজিত হবে এশিয়া কাপ। গতবারের চ্যাম্পিয়নদের ফোকাস শিরোপা ধরে রাখার দিকেই। অজিত আগরকরের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটি বেছে নিয়েছে এশিয়া কাপের ১৫ সদস্যের আগুনে স্কোয়াড। তবে এশিয়া কাপে টিম ইন্ডিয়া একসঙ্গে দুবাইয়ের বিমান ধরছে না! সাধারণত মুম্বই থেকেই দল বেঁধেই টিম ইন্ডিয়া বিদেশে খেলতে যায়। এবার কিন্তু তেমনটা ঘটছে না। যে যার মতো চলে যাবে দুবাইয়ে! নাকি অন্য কোনও কারণ রয়েছে এর পিছনে? চলুন বিষয়টা একটু বিস্তারে জেনে নেওয়া যাক।

জানা গিয়েছে, পাঁচ ক্রিকেটারকে দেশে রেখে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কেন এই সিদ্ধান্ত নিয়েছে তারা? সংবাদ সংস্থার খবর অনুযায়ী, পাঁচ স্ট্যান্ড বাই ক্রিকেটারকে নিয়ে যাওয়া হচ্ছে না। এশিয়া কাপের জন্য ১৫ জনের ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। পাশাপাশি পাঁচ ক্রিকেটারকে স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে। তাঁরা হলেন— যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, প্রসিদ্ধ কৃষ্ণ, ধ্রুব জুরেল ও ওয়াশিংটন সুন্দর। তাঁদের নিয়ে যাওয়া হচ্ছে না। 

এই সিদ্ধান্তের নেপথ্য কারণ সংবাদ সংস্থাকে জানিয়েছেন বোর্ডের এক আধিকারিক। তিনি বলেন, “স্ট্যান্ড বাই ক্রিকেটারেরা দলের সঙ্গে দুবাই যাচ্ছে না। ভারতের ১৫ জনের দলে বিকল্প ক্রিকেটার রাখা হয়েছে। তাই এখনই স্ট্যান্ড বাই ক্রিকেটারদের নিয়ে যাওয়া হচ্ছে না।” ওই আধিকারিকের কথা থেকে স্পষ্ট, ভারতের ১৫ জনের দলে প্রতিটি বিভাগের জন্য বিকল্প ক্রিকেটার রয়েছে। অর্থাৎ, ব্যাটার, অলরাউন্ডার, উইকেটরক্ষক, স্পিনার, পেসার প্রতিটি বিভাগে অতিরিক্ত ক্রিকেটার রয়েছেন। এই পরিস্থিতিতে স্ট্যান্ড বাইদের সেখানে নিয়ে যাওয়ার অর্থ নেই। যদি ১৫ জনের দলে বিকল্প না থাকে, তখনই স্ট্যান্ড বাইয়ে থাকা ক্রিকেটারদের নিয়ে যাওয়া হবে।

এশিয়া কাপে অংশগ্রহণকারী ক্রিকেটারদের মধ্যে অর্শদীপ সিং এবং হর্ষিত রানা গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দলীপ ট্রফির কোয়ার্টার ফাইনালে পূর্বাঞ্চলের বিরুদ্ধে উত্তরাঞ্চলের হয়ে খেলছেন। অন্যদিকে, কুলদীপ যাদব মধ্যাঞ্চলের হয়ে উত্তর-পূর্বাঞ্চলের বিরুদ্ধে খেলছেন। স্ট্যান্ডবাইদের মধ্যে থাকা প্রসিদ্ধ কৃষ্ণ বা ওয়াশিংটন সুন্দররা কি মূল দলের সঙ্গেই নেট বোলার হিসেবে দুবাইয়ে যাবেন?‌ এই প্রশ্নের উত্তরে ওই কর্তা নেতিবাচকই উত্তর দিয়েছেন।

উল্লেখ্য, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমানের সঙ্গে এক গ্রুপে ভারত। ওদিকে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং হংকং গ্রুপ বি-তে। মেন ইন ব্লু ৯ সেপ্টেম্বর ইউএই-র বিরুদ্ধে টুর্নামেন্ট শুরু করবে, তারপর ১৪ সেপ্টেম্বর পাকিস্তান এবং ১৯ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে খেলা। প্রতি গ্রুপ থেকে দু'টি করে দল সুপার ফোরের জন্য যোগ্যতা অর্জন করবে, যেখানে সমস্ত দল রাউন্ড রবিন ফর্ম্যাটে একে অপরের মুখোমুখি হবে এবং শীর্ষ দুটি দল ফাইনাল খেলবে। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন