সমকালীন প্রতিবেদন : ফের রাজনৈতিক উত্তেজনায় থমথমে গোপালনগর। থানার ২ নম্বর পঞ্চায়েতের ১২৭ নম্বর পার্টের নতুন গ্রাম এলাকার ভোটার তালিকায় বাংলাদেশের অনুপ্রবেশকারীর নাম থাকার অভিযোগে সরব বনগাঁর বিজেপি নেতৃত্ব। অভিযোগের তীর স্থানীয় বাসিন্দা হিসেবে নথিভুক্ত জাহিদ খানের বিরুদ্ধে। বিজেপির দাবি, তিনি প্রকৃতপক্ষে বাংলাদেশি নাগরিক।
দলীয় সূত্রে জানা গেছে, জাহিদ খানের বাবার নাম বাবু খানের বয়স ৪৫। তার স্ত্রী ময়না খাঁ কারিগরের বয়স ২৬। তাদের নাম ভোটার তালিকায় রয়েছে। তালিকা ঘেঁটে দেখা যাচ্ছে, পরিবারের সদস্যদের মধ্যে রয়েছে ময়না খাঁ কারিগরের মেয়ে মিতা খাঁ, যার বয়স ২০ এবং ছেলে সিরাজ খাঁ, যার বয়স ১৮। পরিবারের সদস্যদের বয়সের এই অস্বাভাবিক হিসাব নিয়েই প্রশ্ন তুলছে বিরোধীরা।
বনগাঁর বিজেপি নেতা দেবদাস মণ্ডল অভিযোগ তুলে বলেন, “বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে শাসক তৃণমূল কংগ্রেস রাজনৈতিক ফায়দা তুলছে। আমরা নির্বাচন কমিশনের কাছে নিরপেক্ষ ও সঠিক ভোটার তালিকা তৈরির দাবি জানাবো।”
অভিযোগের জবাবে ময়না খাঁ জানান, তাঁদের আদি বাড়ি চাকদায়। পরবর্তীতে পিতা-মাতার সঙ্গে গাড়াপোতায় বসবাস শুরু করেন। তাঁর দাবি, ভোটার তালিকায় বয়সের ক্ষেত্রে ভুল থাকতে পারে, তবে বাংলাদেশি হওয়ার অভিযোগ একেবারেই ভিত্তিহীন।
এই বিষয়ে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, “যারা এই অভিযোগ তুলছে, তারা অসামাজিক মানসিকতার মানুষ। ভোটার তালিকায় ছাপার ভুল হতে পারে। তা সংশোধনেরও সুযোগ রয়েছে।” এই অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর চরমে। এখন নজর নির্বাচন কমিশনের দিকে। অভিযোগ পাওয়ার পর তারা কোনও পদক্ষেপ নেয় কি না, সেটাই দেখার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন