Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

বনগাঁর স্বেচ্ছাসেবী সংগঠন ‘তোমাদের পাশে আমরা’-র পঞ্চম বর্ষপূর্তিতে খুদে পড়ুয়াদের হাতে শিক্ষাসামগ্রী

 

Voluntary-organization

সমকালীন প্রতিবেদন : করোনা অতিমারির অন্ধকার সময়ে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে পথচলা শুরু। ছোট্ট পদক্ষেপে শুরু হলেও আজ পাঁচ বছরে গড়ে উঠেছে এক দৃঢ় সামাজিক বন্ধন। বনগাঁর তরুণ-তরুণীদের উদ্যোগে ২০২০ সালে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘তোমাদের পাশে আমরা’ শনিবার পদার্পণ করল পঞ্চম বর্ষে।

বর্ষপূর্তির দিনে সংগঠনের তরফে বিশেষ উদ্যোগ নেওয়া হয় উত্তর ২৪ পরগনার গোপালনগর থানা এলাকার ঐতিহ্যবাহী মোল্লাহাটী গ্রামে। ব্রিটিশ আমলের স্মৃতি বিজড়িত গ্রামটির প্রায় দেড়শো আর্থিকভাবে পিছিয়ে পড়া খুদে পড়ুয়ার হাতে শিক্ষাসামগ্রী তুলে দিয়ে বর্ষপূর্তি পালন করে সংগঠন।

২০২০ সাল—যে বছর অতিমারির দাপটে গোটা বিশ্ব আতঙ্কিত। জীবনের সঙ্গে রোজকার লড়াইয়ে ভেঙে পড়েছিল সমাজের বড় অংশ। সেই কঠিন সময়ে বনগাঁর একদল তরুণ-তরুণী গড়ে তোলে ‘তোমাদের পাশে আমরা’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। উদ্দেশ্য ছিল সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো। তারপর থেকে বছরভর নানা সামাজিক কাজে সক্রিয় থেকেছেন সংগঠনের সদস্যরা।

পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে শনিবার সংগঠনের সদস্যরা উপস্থিত হয়েছিলেন মোল্লাহাটী নীলকুঠি ইছামতি গ্রন্থাগার নামের একটি পাঠশালায়। সেখানকার খুদে ছাত্রছাত্রীদের হাতে পড়াশোনার প্রয়োজনীয় খাতা-কলমসহ অন্যান্য সামগ্রী তুলে দেন তাঁরা। ছিল দুপুরে খাবারের ব্যবস্থাও। 

পাঠশালার পরিচালন কমিটি জানায়, গ্রামীণ দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য স্বেচ্ছাশ্রমে চালানো হয় এই পাঠশালা। পাশাপাশি বয়স্ক মানুষদের জন্যও এখানে দেওয়া হয় নৈতিক ও পুঁথিগত শিক্ষা। গ্রন্থাগার কর্তৃপক্ষের দাবি, এই পাঠশালা চালাতে বিভিন্ন সংগঠন নানা ভাবে সাহায্যের হাত বাড়ায়। এবার ‘তোমাদের পাশে আমরা’-র সহযোগিতা পেয়ে তারা কৃতজ্ঞ।

পাঁচ বছরের পথচলায় একাধিক চড়াই-উতরাই পেরিয়ে আজ স্বেচ্ছাসেবী সংগঠনটি নিজেদের প্রতিষ্ঠিত করেছে একটি সক্রিয় সামাজিক গোষ্ঠী হিসেবে। বর্ষপূর্তির দিনে তাদের এই উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের কাছেও প্রশংসা কুড়িয়েছে।‌ আগামী দিনগুলিতে এভাবেই এগিয়ে যেতে চান তাঁরা। আর পাশে পেতে চান সমাজের অন্য ভাবনার, অন্য মনের মানুষদের।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন