সমকালীন প্রতিবেদন : এত দিন মেন্টরের আসনে দেখা গিয়েছে তাঁকে। এ বার প্রথমবার প্রধান কোচ হিসাবে দায়িত্ব নিতে চলেছেন ‘প্রিন্স অব কলকাতা’। আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এসএ২০ লিগ। চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। এবার ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপের সঙ্গে তারিখের সংঘর্ষ এড়াতেই টুর্নামেন্টের সূচি এগিয়ে আনা হয়েছে।
দক্ষিণ আফ্রিকার এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচ হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজির তরফে আনুষ্ঠানিকভাবে তাঁর নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। এর আগে প্রিটোরিয়ার প্রধান কোচ ছিলেন ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটার জোনাথন ট্রট। তিনি দায়িত্ব ছাড়ার একদিন পরেই সৌরভের নাম ঘোষণা করে ফ্র্যাঞ্চাইজি।
ট্রটকে ধন্যবাদ জানাতে প্রিটোরিয়া সোশ্যাল মিডিয়ায় লিখেছে, “আপনার নেতৃত্ব এবং নিষ্ঠার জন্য আমরা সর্বদা কৃতজ্ঞ। ভবিষ্যতের জন্য শুভেচ্ছা।” প্রিটোরিয়া ক্যাপিটালস সৌরভকে স্বাগত জানাতে জানিয়েছে, “প্রিন্স এখন ক্যাপিটালস শিবিরে রাজকীয় রঙ যোগ করতে প্রস্তুত! সৌরভ গঙ্গোপাধ্যায় আমাদের নতুন প্রধান কোচ হয়েছেন, এটা আমাদের কাছে আনন্দের বিষয়। এটি হবে তাঁর প্রথম মেয়াদ প্রধান কোচ হিসাবে। আমরা অপেক্ষায় আছি।”
অবসর নেওয়ার পর একাধিক ভূমিকায় দেখা গিয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ককে। ২০১২ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর তিনি প্রথমে প্রশাসনের সঙ্গে যুক্ত হন। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিএবি সভাপতি ছিলেন সৌরভ। এরপর দিল্লি ক্যাপিটালসের মেন্টর হিসাবে যোগ দেন। তবে সেই বছরই বিসিসিআই সভাপতি হওয়ায় পদ ছাড়তে হয় তাঁকে।
২০২২ সালে বোর্ড সভাপতির দায়িত্ব থেকে সরে যাওয়ার পর ফের দিল্লি ক্যাপিটালসের শিবিরে মেন্টর হিসাবে যুক্ত হন তিনি। মহিলাদের প্রিমিয়ার লিগেও দিল্লি দলের পরামর্শদাতা ছিলেন। বর্তমানে সৌরভ জেএসডব্লিউ স্পোর্টসের ক্রিকেট প্রধানের দায়িত্বে রয়েছেন। জিএমআর গ্রুপের সঙ্গে যৌথভাবে দিল্লি ক্যাপিটালস ও প্রিটোরিয়া ক্যাপিটালসের মালিক সংস্থা জেএসডব্লিউ। সেই সূত্রেই এবার দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচের দায়িত্বভার দেওয়া হল তাঁকে।
প্রিটোরিয়ার পারফরম্যান্স কিন্তু এখনও পর্যন্ত প্রত্যাশিত হয়নি। প্রথম মরশুমে রানার্সআপ হলেও পরে দুই বছর যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থানে শেষ করেছে তারা। প্রথমবার গ্রুপ শীর্ষে থাকার পরও ফাইনালে সানরাইজার্স ইস্টার্ন কেপের কাছে হেরেছিল দল। তাই এ বার নতুন কৌশল ও নেতৃত্বে সৌরভের অভিজ্ঞ হাত ধরে ঘুরে দাঁড়াতে চায় তারা।
ভারতের প্রাক্তন অধিনায়ক ও বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি হিসেবে সমৃদ্ধ অভিজ্ঞতা নিয়েই এবার কোচের ভূমিকায় অভিষেক হতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রিটোরিয়াকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে পারবেন কি না, তা এখন দেখার অপেক্ষা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন