সমকালীন প্রতিবেদন : তাঁকে এশিয়া কাপের দলে নেওয়া হবে কি না, তা নিয়ে জল্পনা ছিল। অবশেষে এশিয়া কাপের স্কোয়াডে জায়গা হয়েছে তাঁর। যদিও দল ঘোষণার পর নির্বাচক প্রধান অজিত আগরকর জানিয়েছিলেন, রিঙ্কু সিংকে অতিরিক্ত ব্যাটার হিসাবে সুযোগ দেওয়া হয়েছে। এরপরই প্রশ্ন ওঠে, তাহলে কি প্রথম এগারোয় জায়গা পাবেন তিনি? এই প্রশ্নের উত্তর এখনও পাওয়া না গেলেও রিঙ্কু উত্তরপ্রদেশের টি-টোয়েন্টি লিগে ঝোড়ো সেঞ্চুরি হাঁকিয়ে বুঝিয়ে দিয়েছেন, তিনি ভারতীয় দলে ফিনিশারের ভূমিকা নিতে তৈরি।
উত্তরপ্রদেশ প্রিমিয়ার লিগ টি-২০ ক্রিকেটে রীতিমতো ঝোড়ো ব্যাটিং করলেন রিঙ্কু সিং। নিঃসন্দেহে এশিয়া কাপের আগে আগুন ঝরালেন তিনি। দাপুটে ব্যাটিং করে ৪৮ বলে ১০৮ রান তুলে রীতিমতো তাক লাগিয়ে দিলেন এই তরুণ ব্যাটার। শুধু তাই নয়, ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরিও করেন রিঙ্কু। টানা তিনটি ছক্কা মেরে দলকে জয়ও এনে দেন তিনি।
গোরখপুর লায়ন্সের বিরুদ্ধে ম্যাচে ৪৮ বলে ১০৮ রান করে অপরাজিত ছিলেন রিঙ্কু। তাঁর ব্যাটিংয়ে ভর করেই মীরাট মাভেরিকস ৬ উইকেটে জয় পেয়েছে। প্রথমে ব্যাট করে গোরখপুর লায়ন্স নির্ধারিত ২০ ওভারে, ৯ উইকেট হারিয়ে ১৬৭ রান তোলে। তবে ১৬৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে, মীরাট মাভেরিকস ৮ ওভারে করে মাত্র ৩৮ রান। এমনকি, ৪ উইকেটও হারায় তারা।
এই ম্যাচে রিঙ্কুর স্ট্রাইক রেট ছিল ২২৫। এমন ইনিংসের পর তিনি যে টিম ম্যানেজমেন্টকে বার্তা দিয়ে রাখলেন, তা বলাই বাহুল্য। উল্লেখ্য, বেশ কয়েক বছর আগে যশ দয়ালের ওভারে টানা পাঁচটি ছক্কা মেরে কলকাতা নাইট রাইডার্সকে জিতিয়ে প্রচারের আলোয় চলে এসেছিলেন রিঙ্কু। তাঁকে ভারতীয় দলে একজন ফিনিশার হিসেবেই দেখা হয়।
তবে, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলে জায়গা না পাওয়ার পর থেকে রিঙ্কুর কেরিয়ারের গ্রাফ কিছুটা হ্রাস পেয়েছে। আলিগড়ের এই ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিয়ে যাওয়া হয়েছিল। ২০২৪ সালের আইপিএলে মাত্র ১১৩ বল খেলার সুযোগ পেয়েছিলেন রিঙ্কু। এমনকী গত আইপিএলেও পরিস্থিতির খুব একটা বদল হয়নি। খেলেছিলেন মাত্র ১৩৪ বল।
মজার বিষয় হল, ২০২৪ সালে গম্ভীরই ছিলেন কেকেআরের মেন্টর। সেই গম্ভীর এখন টিম ইন্ডিয়ার হেডকোচ। সেই কারণে রিঙ্কুতে কতটা আস্থা রাখবেন তিনি, তা নিয়ে সন্দেহ। সেই কারণেই ইউপি টি-টোয়েন্টি লিগে এমন বিধ্বংসী ইনিংসের পরেও আগ বাড়িয়ে বলা যাবে না, আসন্ন এশিয়া কাপে 'অটোমেটিক চয়েজ' রিঙ্কু।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন