সমকালীন প্রতিবেদন : এখনও কাটছে না দুর্যোগের মেঘ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের আশঙ্কা, আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ, দমকা ঝোড়ো হাওয়া এবং বিক্ষিপ্ত বৃষ্টি চলতেই পারে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ইতিমধ্যেই একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এর প্রধান প্রভাব পড়বে প্রতিবেশী ওড়িশায়। তবে পশ্চিমবঙ্গে এই নিম্নচাপের কারণে বড় কোনও দুর্যোগের আশঙ্কা নেই। ঘূর্ণাবর্তের জেরে সমুদ্র আগামী কয়েকদিন উত্তাল থাকবে। এর ফলে উত্তর বঙ্গোপসাগরের পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় প্রায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
এছাড়া মৌসুমি অক্ষরেখা বর্তমানে বিকানের, জয়পুর, বান্দা, রাঁচী, সম্বলপুর এবং দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।
রাজধানী কলকাতায় আজ মূলত পরিষ্কার আকাশের পাশাপাশি মাঝেমধ্যে আংশিক মেঘলা আকাশ থাকবে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আজ ও শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে। সেই সঙ্গে দমকা হাওয়াও বইতে পারে।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে আজ বৃষ্টি হতে পারে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির আশঙ্কায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও কোচবিহারে। ওই দুই জেলাতেও হলুদ সতর্কতা জারি রয়েছে।
শুক্রবার দক্ষিণবঙ্গের বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর ছাড়া প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবারও একই পরিস্থিতি থাকবে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার এবং সোমবার সমগ্র রাজ্যেই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন