সমকালীন প্রতিবেদন : অশ্লীল কটুক্তি ও জোর করে স্কুলের টয়লেট পরিষ্কার করানোর অভিযোগে বাগদার এক প্রাথমিক বিদ্যালয়ে তীব্র উত্তেজনা ছড়াল। অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে শুক্রবার দুপুরে স্কুল প্রাঙ্গণে বিক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকেরা। ঘটনাটি ঘটেছে বাগদা থানার চরমণ্ডল গ্রামের চরমণ্ডল জি এস এফ পি স্কুলে।
অভিযোগ, পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে প্রধান শিক্ষক কুৎসিত মন্তব্য করেন এবং ভয় দেখিয়ে স্কুলের টয়লেট পরিষ্কার করতে বাধ্য করেন। আতঙ্কিত ওই ছাত্রী কয়েকদিন ধরে স্কুলে যাচ্ছিল না। তার সহপাঠীরাও ঘটনার পর থেকে মানসিক চাপে ভুগছে বলে জানা গেছে।
ছাত্রীটির মা জানান, ‘‘প্রথমে মেয়ে কিছুই বলেনি। বাড়িতে মনমরা থাকত, স্কুলে যেতে চাইত না। পরে ওর বান্ধবীদের থেকে শুনে জিজ্ঞাসা করতেই আসল ঘটনা খুলে বলে। আজ আমরা স্কুলে এসে জবাব চাইতে এসেছি। সঠিক ব্যবস্থা না হলে প্রশাসনের কাছে যাব।’’
স্থানীয় অভিভাবকরাও ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘শিক্ষক মানে অভিভাবক সমতুল্য। তাঁর কাছ থেকে এ রকম আচরণ আমরা মেনে নিতে পারি না। প্রয়োজনে শিক্ষা দপ্তরে দরবার করব।’’
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক গৌরাঙ্গ রায়। তাঁর বক্তব্য, ‘‘ছাত্রছাত্রীদের আমি সবসময় পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব বোঝাই। দিদিমণিদের সাহায্যে বাচ্চাদের দিয়ে স্কুল পরিচ্ছন্ন রাখার কাজ করানো হয়। ওরা আমার সন্তান সমতুল্য। অশ্লীল আচরণের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।’’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন