সমকালীন প্রতিবেদন : দীর্ঘ দিন পর আবার মাঠে ফিরছেন মহম্মদ শামি। চোট সারিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও এখনও শতভাগ ফিট না হওয়ায় ইংল্যান্ড সফরের দলে রাখা হয়নি তাঁকে। তবে এবার ঘরোয়া মরসুমের সূচনায়, দলীপ ট্রফির পূর্বাঞ্চলীয় দলে জায়গা পেয়েছেন বাংলার এই অভিজ্ঞ পেসার। ২৮ অগস্ট থেকে শুরু হয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট। প্রতিযোগিতায় পূর্বাঞ্চলের দল ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। শামির সঙ্গে বাংলার আরও তিন ক্রিকেটার- মুকেশ কুমার, আকাশদীপ ও সূরজ সিন্ধু জয়সওয়ালও জায়গা পেয়েছেন।
পাশাপাশি, উল্লেখযোগ্যভাবে স্ট্যান্ডবাই তালিকায় জায়গা করে নিয়েছেন বৈভব সূর্যবংশী। বিহারের এই তরুণ প্রতিভা ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সাম্প্রতিক সময়ে দারুণ পারফরম্যান্স করেছেন, বিশেষ করে ইংল্যান্ড যুব দলের বিরুদ্ধে। তারই পুরস্কার হিসেবে তাঁকে রাখা হয়েছে দলে। যদিও তিনি মূল দলে নন, কিন্তু কোনও খেলোয়াড় চোট পেলে সুযোগ পেতে পারেন বৈভব।
এবারের দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের নেতৃত্বে রয়েছেন ঝাড়খণ্ডের উইকেটরক্ষক-ব্যাটার ঈশান কিশান। সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে অভিমন্যু ঈশ্বরণকে, যিনি ইংল্যান্ড সফরের ভারতীয় দলে ছিলেন এবং ‘এ’ দলের অধিনায়ক হিসেবেও পরিচিত। তা সত্ত্বেও তাঁকে এবার সহ-অধিনায়ক হিসেবে রাখা হয়েছে।
দলীপ ট্রফির ফরম্যাট এবার আবার বদলেছে। গত বছর চারটি দল— ভারত এ, বি, সি ও ডি— নিয়ে প্রতিযোগিতা হলেও, বোর্ডের বার্ষিক সাধারণসভার সিদ্ধান্ত অনুযায়ী এবার ফের অঞ্চলভিত্তিক ছয়টি দল খেলবে। এই দলগুলি হল- উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চল। বোর্ডের মতে, ক্রিকেটারদের নিজ নিজ অঞ্চলের হয়ে খেলার সুযোগ করে দিতেই এই পরিবর্তন।
পূর্বাঞ্চলের মূল দলে যারা রয়েছেন : ঈশান কিশান (অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরণ (সহ-অধিনায়ক), সন্দীপ পট্টনায়ক, বিরাট সিং, ডেনিস দাস, শ্রীদাম পাল, শরণদীপ সিং, কুমার কুশাগ্র, রিয়ান পরাগ, উৎকর্ষ সিং, মনীশী, সূরজ সিন্ধু জয়সওয়াল, মুকেশ কুমার, আকাশদীপ এবং মহম্মদ শামি।
স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে : বৈভব সূর্যবংশী, আশীর্বাদ সোয়াইন, মুখতার হুসেন, স্বস্তিক সমল, সুদীপ কুমার ঘরামি, রাহুল সিংকে। দলীপ ট্রফিকে ঘিরে ঘরোয়া ক্রিকেটে আগ্রহ যেমন বাড়ছে, তেমনই অভিজ্ঞতা ও প্রতিভার সংমিশ্রণও দেখা যাচ্ছে পূর্বাঞ্চলের দলে। এবার নজর থাকবে শামির ফিটনেসের দিকে এবং ১৪ বছরের বৈভবের সম্ভাব্য সুযোগের দিকেও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন