সমকালীন প্রতিবেদন : বনগাঁ পুলিশ জেলার উদ্যোগে পুলিশ জেলার পাঁচটি থানার ভেতরে মিত্র কাপ ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এদিন দুপুরে বনগাঁ স্টেডিয়ামে এই খেলার উদ্বোধন করেন জেলা জজ।
শুরুতে প্রতিটি থানা এলাকায় যতগুলি গ্রাম পঞ্চায়েত এলাকা রয়েছে, ততগুলি দলের মধ্যে এই ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মূলত স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দেরকে নিয়েই এই দল গঠন করে খেলা অনুষ্ঠিত হয়। এরপর থানা পর্যায়ে একটি করে দল চ্যাম্পিয়ন নির্বাচিত হয়েছে।
পরবর্তীতে এই পাঁচটি থানা থেকে চ্যাম্পিয়ন হওয়া পাঁচটি দলের মধ্যে লিগ পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়। সেখানে সেরা চারের মধ্যে সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। অবশেষে চূড়ান্ত পর্বে ওঠে বনগাঁ এবং গাইঘাটা থানা। তাদের মধ্যেই এদিন ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো। নির্ধারিত সময়ের মধ্যে খেলার ফলাফল নিষ্পত্তি না হওয়ায় অবশেষে টাই ব্রেকারের মাধ্যমে খেলার নিষ্পত্তি ঘটানো হয়।
সেখানে ৩-২ গোলে জয়ী হয় বনগাঁ থানা ফুটবল দল। চ্যাম্পিয়ন দলকে ট্রফি ছাড়াও নগদ কুড়ি হাজার টাকা এবং রানার্স দলকে ট্রফি এবং ১৫ হাজার টাকা নগদ পুরস্কার দেওয়া হয়। এছাড়াও, প্রতি দলকে দশ হাজার টাকা করে নগদ পুরস্কার দেওয়া হয়। এদিনের চূড়ান্ত পর্বের খেলায় মাঠে উপস্থিত ছিলেন জেলাশাসক শরৎকুমার দ্বিবেদী, পুলিশ সুপার দীনেশ কুমার, প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন