সমকালীন প্রতিবেদন : কৌশিকী অমাবস্যায় তারাপীঠে পুজো দিতে চান? কৌশিকী অমাবস্যায় অশুভ শক্তির বিনাশ ঘটে শুভ শক্তির উদয় হয়! ওইদিন তারাপীঠে উপচে পড়া ভিড় হয়। যাওয়ার আগে জেনে রাখুন। কখন পুজো শুরু? কখন থেকে লাইনে দাঁড়াবেন? কত টাকা দিলে আগে পুজো দেওয়ার সুযোগ?
প্রত্যেক বছরের মতো এই বছরও কৌশিকী আমাবস্যা পালিত হবে বীরভূমের তারাপীঠে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে অমাবস্যা তিথি শুরু ইংরেজি ২২ আগস্ট, শুক্রবার। সময়- সকাল ১১টা ৫৮ মিনিট। আর শেষ ইংরেজি ২৩ আগস্ট, শনিবার। সময়- সকাল ১১টা ৩৭ মিনিট। কিন্তু তারাপীঠে গিয়ে কখন পুজো দিতে পারবেন?
মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, অন্যান্য বছর তারাপীঠ মন্দির চত্বরে জায়গা কম থাকার কারণে একটা ঘিঞ্জি পরিবেশের সৃষ্টি হয়। তবে এই বছর তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ মন্দির চত্বরে একাধিক কাজ করেছে। তাহলে কি এবার তারাপীঠ মন্দিরে পুজো দেওয়া সহজ হবে? এখনও পর্যন্ত নির্দিষ্ট লাইনে ভক্তরা দাঁড়িয়ে মা তারার দর্শন করতে পারছেন। খোলামেলা পরিবেশও রয়েছে তারাপীঠ মন্দির চত্বর জুড়ে। তবে কৌশিকী অমাবস্যার সিস্টেম হবে একটু আলাদা।
জানা যাচ্ছে, প্রত্যেক বছর যেমন একটা নির্দিষ্ট লাইন দিয়ে ভক্তদের মন্দিরের ভেতরে প্রবেশ করানো হয়, তারপর আবার বাইরে বের করে দেওয়া হয় পুজো হয়ে গেলে। এই বছরও তেমনই ব্যবস্থা থাকবে। তবে শুধু সাধারণ লাইন নয়, অন্যদিকে একটি নির্দিষ্ট ভিআইপি লাইন দিয়েও ভক্তরা প্রবেশ করতে পারবেন। পাশাপাশি, মন্দিরের সামনে নাটমন্দির থেকেও মা তারার দর্শন করা যাবে।
ইতিমধ্যেই গোটা তারাপীঠ এলাকা জুড়ে চলছে কৌশিক আমাবস্যার শেষ মুহূর্তের প্রস্তুতি। ধীরে ধীরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হবে গোটা তারাপীঠ। আসলে প্রত্যেক বছর এই কৌশিক আমাবস্যার দিন লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে তারাপীঠ মন্দির চত্বরজুড়ে। এই অতিরিক্ত পরিমাণে ভিড় সামাল দিতে মন্দির কমিটির তরফ থেকে অতিরিক্ত নিরাপত্তা রক্ষী ব্যবস্থা করা হবে।
সিসিটিভি ক্যামেরাতেও মুড়ে ফেলা হয় গোটা এলাকা। এবারেও গোটা তারাপীঠ চত্বরজুড়ে প্রায় ১৮০ টি সিসিটিভি ক্যামেরা বসানো হবে। এছাড়াও মন্দির চত্বরে প্রায় ৪৫ থেকে ৫০ টি সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ চলছে। পাশাপাশি, তারাপীঠ মন্দিরের ঠিক পাশেই করা হবে ওয়াচ টাওয়ার। সেখান থেকে প্রতিনিয়ত নিরাপত্তা রক্ষীরা মন্দিরের ওপর নজর রাখবেন।
এছাড়াও, গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে থাকবে ওয়াচ টাওয়ার। গোটা তারাপীঠ চত্বরজুড়ে মোতায়েন থাকবে পুলিশ বাহিনী। অ্যাম্বুল্যান্স পরিষেবা থেকে শুরু করে থাকবে দমকল বাহিনীর অফিসাররা। পর্যাপ্ত পরিমাণে পানীয় জলের ব্যবস্থা করা হবে।
পাশাপাশি, অমাবস্যার আগের রাত অর্থাৎ ২১ আগস্ট রাত এক'টা পর্যন্ত যে কোনও চার চাকা গাড়ি প্রবেশ করতে পারবে তারাপীঠ থানা এলাকা চত্বরে। হোটেলে পুণ্যার্থীদের যাতে কোনওভাবেই কোনও সমস্যা না হয়, সেই কথা মাথায় রেখে হেল্প ডেস্ক এর সিস্টেমও থাকছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন