সমকালীন প্রতিবেদন : কিংবদন্তি সচিন তেন্ডুলকরের পরিবারে নতুন সদস্যের প্রবেশ! খবর তেমনই। সচিন পুত্র অর্জুন তেন্ডুলকরের বাগদান পর্ব সম্পন্ন! শুধুমাত্র অনুমান নয়, সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি এমনটাই। পাত্রী সানিয়া চান্দোক। সোশ্যাল মিডিয়ায় অর্জুনের বাগদান ঘিরে উত্তাল। বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর। অর্জুনও ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটে মুম্বই ছেড়ে গোয়ার হয়ে খেলেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্সের প্লেয়ার। ম্যাচ খেলারও সুযোগ পেয়েছেন।
এবার ক্রিকেটের বাইরেও জীবনের দ্বিতীয় ইনিংস শুরু! তারপর থেকেই জোর চর্চা চলছে শচীন তেণ্ডুলকরের হবু পুত্রবধূকে নিয়ে। নেটিজেনদের প্রশ্ন, কে এই সানিয়া চন্দোক? তরুণী এই ব্যবসায়ী আসলে মুম্বইয়ের বিখ্যাত শিল্পপতি রবি ঘাইয়ের নাতনি। একাধিক ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে এই ঘাই পরিবার। এবার শচীনের সঙ্গে পারিবারিক সম্পর্কে জড়ালেন বিখ্যাত শিল্পপতি রবি ঘাই।
হোটেল এবং রেস্টুরেন্ট ব্যবসায় ঘাই পরিবারের নাম মুম্বইয়ে অত্যন্ত পরিচিত। ইন্টারকন্টিনেন্টাল হোটেল, আইসক্রিম ব্র্যান্ড ব্রুকলিম ক্রিমারির মালিক এই ঘাই পরিবার। ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন সানিয়াও। মিস্টার পস পেট স্পা অ্যান্ড স্টোর নামে এক নতুন ব্যবসা শুরু করেছেন তিনি। পোষ্যদের গ্রুমিংয়ে জন্য মুম্বইয়ে এই ব্র্যান্ড খুবই বিখ্যাত। তবে সানিয়া ঘাই পরিবারের ব্যবসার সঙ্গে যুক্ত কিনা তা জানা যায়নি। নিজের ব্যক্তিগত জীবন গোপন রাখতেই পছন্দ করেন তিনি।
তবে সোশাল মিডিয়ায় মাঝে মাঝে তাঁকে দেখা গিয়েছে শচীনকন্যা সারার সঙ্গে। শচীনপত্নী অঞ্জলির সঙ্গেও রেস্তোরাঁয়, একসঙ্গে খেতে দেখা গিয়েছে সানিয়াকে। আসলে শচীনকন্যা সারা তেণ্ডুলকরের প্রেম এবং ব্যক্তিগত জীবন নিয়ে হামেশাই চর্চা চলতে থাকে। তবে অর্জুনের ব্যক্তিগত জীবন নিয়ে সেভাবে কখনই কিছু শোনা যায়নি। পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বুধবার বাগদান সেরেছেন অর্জুন। তার আগে অবশ্য সানিয়ার সঙ্গে বেশ কয়েকবার দেখা গিয়েছে শচীনপুত্রকে।
সেই সম্পর্ক যে বিয়ে অবধি গড়াতে পারে সেটার আভাস মেলেনি অবশ্য। বাবার মতো অর্জুনও ছোটবেলা থেকেই ক্রিকেট খেলতে শুরু করেছিলেন। অর্জুন গোয়ার হয়ে খেলেন। ক্রিকেট থেকে ভালই আয় করেন তিনি। তাঁর মোট সম্পদ ক্রমাগত বাড়ছে। অর্জুন তার বাবা-মায়ের সঙ্গে মুম্বইয়ের একটি বিলাসবহুল বাড়িতে থাকেন। তার বাবার লন্ডনেও একটি বিলাসবহুল বাড়ি রয়েছে।
মিডিয়া রিপোর্ট অনুসারে, অর্জুন তেন্ডুলকরের মোট সম্পদের পরিমাণ প্রায় ২২ কোটি টাকা। অর্জুন আইপিএল থেকে সবচেয়ে বেশি টাকা আয় করেছেন। আইপিএলে প্রথমবারের মতো অর্জুনকে ২০২১ সালে মুম্বই ইন্ডিয়ান্স ২০ লক্ষ টাকায় চুক্তিবদ্ধ করে। এরপরে ২০২২ সালে মুম্বই আবার অর্জুনকে ৩০ লক্ষ টাকায় কিনে নেয়। তারপর থেকে অর্জুন মুম্বই ইন্ডিয়ানের সঙ্গেই থেকে যান। গত ৫ বছরে অর্জুন আইপিএল থেকে ১ কোটি ৪০ লক্ষ টাকা আয় করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন