Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

ইছামতীতে কচুরিপানায় আটকে প্রাণে বাঁচলেন দৃষ্টিহীন ব্যক্তি

 

Kachuripana-in-Ichamati

সমকালীন প্রতিবেদন : অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন এক দৃষ্টিহীন ব্যক্তি। সোমবার দুপুর প্রায় একটা নাগাদ বনগাঁ থানার অন্তর্গত রাখাল দাস সেতুর উপর থেকে হঠাৎই নিচে ইছামতী নদীতে পড়ে যান তিনি। আর তারপর কোনওরকমে কচুরিপানায় আটকে গিয়ে প্রাণে রক্ষা পান। দীর্ঘক্ষণ সেখানেই আটকে ছিলেন ওই ব্যক্তি। পরে স্থানীয় মানুষজন খবর দেন পুলিশ ও বনগাঁ পুরসভাকে। তাদের তৎপরতায় প্রাণে বাঁচলেন ওই ব্যক্তি।

জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম শংকর পাল। পেশায় তিনি লটারির টিকিট বিক্রেতা। তিনি নিজেই বলেন, “আমি অন্ধ মানুষ, চোখে কিছুই দেখতে পাই না। ব্রিজের উপর দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ মাথা ঘুরে যায়। কিছু বুঝে ওঠার আগেই ব্রিজ থেকে পড়ে যাই। সেখানে কচুরিপানায় আটকে যাই। তারপরেই আমাকে সবাই মিলে উদ্ধার করেন।”

ঘটনার প্রত্যক্ষদর্শী এক মহিলা বলেন, “আমি মেয়েকে স্কুল থেকে আনতে যাচ্ছিলাম। হঠাৎই নিচ থেকে ‘মা মা’ শব্দ শুনতে পাই। ব্রিজের নিচে তাকিয়ে দেখি একজন কচুরিপানায় আটকে আছেন। সঙ্গে সঙ্গে চিৎকার করি। আশপাশের মানুষ ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশকে। পরে বনগাঁ পুরসভার সহযোগিতায় তাঁকে উদ্ধার করা হয়।”

শংকরবাবুর ভাই বাপি পাল জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছন। “দাদাকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছেন পুলিশ প্রশাসন ও বনগাঁ পুরসভার কর্মীরা। আমরা তাঁদের কাছে কৃতজ্ঞ।” বর্তমানে শংকর পাল সুস্থ আছেন বলে জানা গেছে। স্থানীয় মানুষ ও প্রশাসনের দ্রুত পদক্ষেপে এক বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।‌






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন