Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

কলকাতা নাইট রাইডার্সের হট-সিটে বসবেন রাহুল দ্রাবিড়?

 

KKR-Coach

সমকালীন প্রতিবেদন : রাজস্থান রয়‌্যালসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতেই যেন আইপিএল দুনিয়ায় ভূমিকম্প শুরু হয়েছে। শুক্রবার রাতে হঠাৎই ফ্র্যাঞ্চাইজি সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করে, রাহুল দ্রাবিড় আর তাদের হেড কোচ নন। নতুন উচ্চ পদ প্রস্তাব করা হলেও তা নাকচ করেছেন তিনি। আর এতেই শুরু হয়ে যায় নতুন জল্পনা—এবার কোথায় যাচ্ছে ‘দ্য ওয়াল’? এই প্রশ্নের উত্তরে উঠে আসছে একাধিক সম্ভাবনার কথা।

গত বছর ভারতীয় দলের দায়িত্ব ছাড়ার পর প্রিয় ফ্র্যাঞ্চাইজিতে হেড কোচ হয়ে ফিরেছিলেন দ্রাবিড়। সঞ্জু স্যামসনের প্রতি তাঁর বিশেষ আস্থা ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে সম্ভাব্য মতপার্থক্য নিয়েও ইতিমধ্যেই গুঞ্জন ছড়িয়েছে। সঞ্জুকে ট্রেড করার বিষয়ে রাজস্থানের কর্তাদের ভাবনা নিয়ে যে তিনি অস্বস্তিতে ছিলেন, সেই খবরও ছড়িয়ে পড়েছে ক্রিকেট মহলে। ফলে তাঁর হঠাৎ পদত্যাগ যে আরও প্রশ্ন তৈরি করবে, তা অনুমেয়ই ছিল।

কিন্তু দ্রাবিড়ের বিদায়ের আসল আলোচ্য এখন তাঁর পরবর্তী গন্তব্য। ওয়াকিবহাল মহলের খবর, কলকাতা নাইট রাইডার্স সবচেয়ে বেশি আগ্রহী তাঁকে হেড কোচ হিসেবে পেতে। সদ্যই চন্দ্রকান্ত পণ্ডিতকে সরিয়েছে কেকেআর। গত মরশুমের হতাশাজনক পারফরম্যান্সের পর এই সিদ্ধান্ত প্রত্যাশিতই ছিল। 

তবে নতুন হেড কোচ এখনও আনতে পারেনি নাইট শিবির। হাতে আছে মেন্টর ডোয়েন ব্র্যাভো, ফিরিয়ে এনেছে অভিষেক নায়ারকেও। কিন্তু নেতৃত্ব এবং রিটেনশন সংক্রান্ত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একজন শক্তিশালী হেড কোচের অভাব স্পষ্ট। আর সেই শূন্যস্থান পূরণে দ্রাবিড় হলে একেবারে ‘সোনায় সোহাগা’। 

তবে শুধু কেকেআর নয়, আরও একাধিক ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে। যাদের কেউ কেউ নিজেদের বর্তমান কোচ নিয়েও দ্বিধায় রয়েছেন। ফলে দ্রাবিড়কে পেতে হলে নাইটদেরকেও লড়তে হবে কঠিন প্রতিযোগিতায়।

সব মিলিয়ে, রাজস্থান ছেড়ে বেরোনোর এক দিনের মধ্যেই রাহুল দ্রাবিড় আইপিএলের ‘হট প্রপার্টি’। যাঁকে পাওয়া মানে শুধু কৌশলগত মস্তিষ্ক নয়, বরং ভবিষ্যতের ভারতীয় প্রতিভা গড়ে তোলার এক বিরল সুযোগও। এখন দেখার, কাকে শেষ পর্যন্ত বেছে নেন ক্রিকেট বিশ্বের এই ‘পরশপাথর’।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন