সমকালীন প্রতিবেদন : বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে রবিবার গভীর রাতে ঘটলো চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, গভীর রাতে একদল যুবক-যুবতী মদ্যপ অবস্থায় হাসপাতালের ভেতরে প্রবেশের চেষ্টা করে। বাধা দিতে গেলে নিরাপত্তাকর্মীদের উপর চড়াও হয়ে তাঁদের মারধর করা হয়। এমনকি জামাকাপড়ও ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর আহত নিরাপত্তাকর্মী তুষার ঘোষ সহ একাধিক কর্মী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গিয়েছে, রাত প্রায় দু’টো নাগাদ একটি কালো গাড়ি হাসপাতালের জরুরি বিভাগের সামনে এসে দাঁড়ায়। গাড়ি থেকে নামেন চার থেকে পাঁচ জন যুবক-যুবতী। প্রত্যেকের শরীর থেকে মদের গন্ধ পাওয়া যায়। এমনকি গাড়ির ভিতর মদের বোতল, গ্লাস ও জলের বোতল উদ্ধার হয়েছে বলেও হাসপাতাল সূত্রে খবর।
নিরাপত্তাকর্মীরা গাড়িটিকে ভিতরে প্রবেশ করতে বাধা দিতেই অভিযুক্তরা তাঁদের উপর চড়াও হয়। বেধড়ক মারধরের পাশাপাশি জামাকাপড়ও ছিঁড়ে দেয় বলে অভিযোগ। ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তাকর্মীরা সঙ্গে সঙ্গে হাসপাতাল ফাঁড়ির পুলিশকে খবর দেন। কিন্তু তাতেও পরিস্থিতি শান্ত হয়নি। অভিযোগ, পুলিশের সামনেই অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দেয়।
পরবর্তীতে পুলিশ গাড়িটিকে আটক করে এবং অভিযুক্তদের বনগাঁ থানায় নিয়ে যায়। বর্তমানে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আহত তুষার ঘোষ সহ নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন, হাসপাতালের মতো জনবহুল জায়গায় এই ধরনের ঘটনা অত্যন্ত ভয়াবহ এবং ভবিষ্যতে যাতে এর পুনরাবৃত্তি না হয়, তার জন্য কঠোর পদক্ষেপ করার দাবি করেছেন তাঁরা।
হাসপাতাল চত্বরে যথেষ্ট নিরাপত্তাকর্মী মোতায়েন থাকলেও এই ঘটনার পর প্রশ্ন উঠছে, রাতের বেলায় নিরাপত্তার ফাঁকফোকর থেকে গেল কোথায়? পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে মারধর, হুমকি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা রুজু করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন