Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

খ্যাতির পাশাপাশি আইপিএল প্লেয়ারদের অ্যাকাউন্টেও জমছে বিপুল অঙ্কের অর্থ

 

IPL-players-money

সমকালীন প্রতিবেদন : ২০০৮ সালে যাত্রা শুরু করা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল কেবল ক্রিকেট নয়, অর্থনীতির দিক থেকেও এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এই ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক টুর্নামেন্ট থেকে ক্রিকেটাররা যেমন খ্যাতি অর্জন করছেন, তেমনি ব্যাংক অ্যাকাউন্টেও জমছে বিপুল অঙ্কের অর্থ। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, আইপিএল থেকে সর্বাধিক আয় করা ক্রিকেটারদের তালিকায় শীর্ষে রয়েছেন ভারতের অন্যতম সফল অধিনায়ক রোহিত শর্মা। নিচে শীর্ষ দশ আয়কারী ক্রিকেটারদের নিয়ে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরা হলো :

১. রোহিত শর্মা — ₹২১৬.৩০ কোটি

আইপিএলে যাত্রা শুরু করেছিলেন ডেকান চার্জার্সের হয়ে। পরবর্তীতে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে ২০১১ সাল থেকে নিয়মিত খেলছেন। টানা পারফরম্যান্স ও অধিনায়কত্বের সুবাদে পারিশ্রমিক বেড়েছে দ্রুত। মুম্বাইয়ের হয়ে সর্বশেষ ১৬.৩০ কোটি টাকাতে ছিলেন ধরে রাখা খেলোয়াড়। তার মোট আয় দাঁড়িয়েছে ২১৬ কোটি ৩০ লাখ টাকা।

২. বিরাট কোহলি — ₹২০২.৯৬ কোটি

আইপিএলের একমাত্র খেলোয়াড় যিনি শুরু থেকে এখন পর্যন্ত একটিমাত্র দলের অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের হয়ে খেলেছেন। ২০০৮ সালে মাত্র ১২ লাখ টাকাতে আইপিএলে যোগ দেওয়া কোহলি বর্তমানে ১৫ কোটি টাকার পারিশ্রমিক পান। সব মিলিয়ে তাঁর আয় দাঁড়িয়েছে ২০২ কোটি ৯৬ লাখ টাকা।

৩. মহেন্দ্র সিং ধোনি — ₹১৯২.৬০ কোটি

চেন্নাই সুপার কিংস ও ধোনি—দুটি নাম যেন আইপিএলের সমার্থক। ধোনির নেতৃত্বে দলটি পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। ২০০৮ সালে ৬ কোটি দিয়ে শুরু করে ২০১৮ সালে ১৫ কোটি টাকার সর্বোচ্চ বেতন পান। আইপিএলে তাঁর মোট আয় ১৯২ কোটি ৬০ লাখ টাকা।

৪. রবীন্দ্র জাদেজা — ₹১৭০.৯১ কোটি

২০০৮ সালে মাত্র ১২ লাখ টাকাতে আইপিএল শুরু করেন জাদেজা। বর্তমানে চেন্নাই সুপার কিংসের হয়ে প্রতি মরসুমে পাচ্ছেন ১৮ কোটি টাকা। একাধিক দলের হয়ে খেলা এই অলরাউন্ডারের মোট আয় দাঁড়িয়েছে ১৭০ কোটি ৯১ লাখ টাকা।

৫. সুনীল নারিন — ₹১০৭.২০ কোটি

আইপিএলের ইতিহাসে বিদেশিদের মধ্যে সর্বোচ্চ আয়কারী ক্রিকেটার। ২০১২ সাল থেকে একমাত্র কলকাতা নাইট রাইডার্সের হয়েই খেলেছেন। সর্বশেষ মরসুমে তাঁর পারিশ্রমিক ছিল ১২ কোটি টাকা। মোট আয় ১০৭ কোটি ২০ লাখ টাকা।

৬. সুরেশ রায়না — ₹১০৪.০৫ কোটি

প্রাক্তন তারকা রায়না আইপিএলের ইতিহাসে অন্যতম সফল ব্যাটসম্যান। ‘Mr. IPL’ নামে খ্যাত এই ব্যাটসম্যান চেন্নাই ও গুজরাটের হয়ে খেলেছেন। ২০১৬-১৭ সালে সর্বোচ্চ ১২.৫০ কোটি টাকাতে বিক্রি হন। মোট আয় ১০৪ কোটি ৫ লাখ টাকা।

৭. এবি ডি ভিলিয়ার্স — ₹১০২.৫০ কোটি

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স দিল্লি ও বেঙ্গালুরুর হয়ে ১৪ বছর আইপিএলে খেলেছেন। ২০১৮ থেকে ২০২১ পর্যন্ত ১১ কোটি করে আয় করেন। তাঁর মোট আয় ১০২ কোটি ৫০ লাখ টাকা।

৮. গৌতম গম্ভীর — ₹৯৪.৭২ কোটি

আইপিএলে দিল্লি ও কলকাতার হয়ে খেলেছেন গম্ভীর। ২০১১-১৭ সময়কালে কলকাতায় ১২.৫০ কোটি করে আয় করেন। পরে আবার দিল্লিতে ফিরে যান। সব মিলিয়ে তাঁর মোট আয় ৯৪ কোটি ৭২ লাখ টাকা।

৯. শিখর ধাওয়ান — ₹৯১.৮০ কোটি

দিল্লি, মুম্বাই, হায়দরাবাদ ও সর্বশেষ পাঞ্জাবের হয়ে খেলেছেন এই বাঁহাতি ওপেনার। হায়দরাবাদে চার মরসুমে ১২.৫০ কোটি করে পান। তাঁর মোট আয় দাঁড়িয়েছে ৯১ কোটি ৮০ লাখ টাকা।

১০. দিনেশ কার্তিক — ₹৯০.৪০ কোটি

একাধিক দলের হয়ে খেলা কার্তিক ছিলেন ধারাবাহিকভাবে চাহিদাসম্পন্ন ক্রিকেটার। সর্বোচ্চ পারিশ্রমিক পেয়েছেন ২০১৪ সালে দিল্লির কাছ থেকে—১২.৫০ কোটি টাকা। সব মিলিয়ে তাঁর মোট আয় ৯০ কোটি ৪০ লাখ টাকা।






‌‌

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন