সমকালীন প্রতিবেদন : দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গে আগামী দুই দিন অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। মঙ্গলবার ও বুধবার ওড়িশা ও বাংলা উপকূলের সমুদ্রে মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কবার্তাও জারি করা হয়েছে।
১২ অগাস্ট, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতেও। বুধবার ১৩ অগাস্ট উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। মৌসুমি অক্ষরেখা বর্তমানে উত্তরবঙ্গের উপর দিয়ে বিস্তৃত, যা ফরিদ কোট, লুধিয়ানা, নাজিমাবাদ, শাহজাহানপুর, বাল্মীকনগর এবং জলপাইগুড়ি হয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে।
মঙ্গলবার দক্ষিণবঙ্গের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে, ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বেড়ে যাবে। এদিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইতে পারে।
বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমতে শুরু করবে। তবে শুক্রবার ও শনিবার দু-একটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। এই সময়ে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং অস্বস্তি আরও বাড়তে পারে।
আজ মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি। বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। বৃহস্পতিবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি।
শুক্র ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা বেশি থাকবে, আর দক্ষিণবঙ্গে বৃষ্টি ও গরমের মিশ্রণে অস্বস্তি তীব্র হতে পারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন