সমকালীন প্রতিবেদন : কাজের ফিরিস্তি, খ্যাচখ্যাচানি, এক হাজারটা কাজের চাপ; সব মিলিয়ে আপনি হাঁপিয়ে উঠছেন? মুক্তি পেতে চাইছে মন? তাহলে 'বাথরুম ক্যাম্পিং' করে মনের যত্ন নিতে পারেন আপনিও। কিন্তু প্রশ্ন হল এই 'বাথরুম ক্যাম্পিং' আসলে কি? কিভাবে আপনার কাছে মন খারাপের সময় 'বেস্ট অপশন' হয়ে উঠছে একটা 'বাথরুম'? আজকের এই প্রতিবেদনে আপনার মন ভালো করার এই বিশেষ উপায় নিয়েই থাকছে বিস্তারিত আলোচনা।
এত এত মানুষের মধ্যে তো এমনি এমনি সাড়া ফেলেনি। নিজের মনকে রিচার্জ করার বড় সুযোগ লুকিয়ে থাকে এই 'বাথরুম ক্যাম্পিং'এ। তাহলে শুনুন মানুষ কখন 'বাথরুম ক্যাম্পিং' এর সাহায্য নিচ্ছে। চারিদিকে অসম্ভব কোলাহল। গুচ্ছেক কাজ। আপনাকে হাতের নাগালে পেলেই কেউ হয়ত কোনো কাজ অর্ডার করছে। কেউ আবার পায়ে পা দিয়ে ঝগড়া করছে। কিন্তু সমস্যা হল, আপনার মন এসব কিছুই চাইছে না। মনে হচ্ছে ছুট্টে পালিয়ে যাই। কি, এরকম আপনিও ভাবেন তো? অথচ তখন পরিস্থিতি এমন থাকে হয়তো আপনি বাড়ি বা অফিস ছেড়ে সরাসরি বেরিয়েও যেতে পারছেন না। তাহলে উপায়?
ঠিক এই সময়েই আপনাকে শান্তির আশ্রয় দেবে স্নানাগার বা বাথরুম। আপনি শান্তি আস্তানা খুঁজে পাবেন 'বাথরুম ক্যাম্পিং' এ। বিশেষ করে জেন জেডের মধ্যে খুব নাকি জনপ্রিয় এই আইডিয়া। বাথরুম ক্যাম্পিং প্রবণতাটি এখন বেশ ট্রেন্ডিং। দ্য নিউ ইয়র্ক পোস্টের মতে, সব কিছু থেকে পালিয়ে বাথরুমে গিয়ে দোর দিচ্ছেন অনেকে। সেখানে গিয়ে কেউ মন দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়, কেউ গানে।
বিশেষজ্ঞদের একাংশ বলছেন, নিজের মনের যত্ন নেওয়ার ক্ষেত্রে এটা খুব প্রয়োজনীয়। কারণ, কখনো কখনো একা থেকেও নিজের মনকে 'হিল' করার দরকার আছে। অথচ আপনার কাছে একা দাঁড়ানোর মত বারান্দা বা ঘর সেই সময় কোনটাই নেই। সে ক্ষেত্রে আপনিও বেছে নিতে পারেন বাথরুমকে। আসলে বলা ভালো এটা কিছু মানুষের ছোটবেলাকার অভ্যেস। সেটাই এখন 'বাথরুম ক্যাম্পিং' নামে ট্রেন্ড হয়ে হাজার হাজার মানুষের মধ্যে সাড়া ফেলেছে। নেটমাধ্যমে অনেকেই লিখেছেন, "ওহ, আমি ভেবেছিলাম এটা শুধু আমিই করি"।
মনে আছে তো? শৈশবেও অনেক কঠিন সময়ে বাথরুমকেই এক একজন নিরাপদ জায়গা ভেবে সেখানেই আটকে নিত। ছোটবেলায় যখন তাঁদের বাবা-মা ঝগড়া করতেন, তখন তাঁরা বাথরুমে লুকিয়ে থাকতেন অশান্তি এড়াতে। এমনকি পড়ায় ফাঁকি দিতে বাথরুমকে বেছে নেওয়া খুবই পপুলার আইডিয়া। যুগ যুগ ধরে এভাবেই কচিকাঁচারা ক্লাস বা পড়া ফাঁকি দেয়। সেই ফাঁকি দেওয়াই 'বাথরুম ক্যাম্পিং'।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন