সমকালীন প্রতিবেদন : আসন্ন মরশুম অর্থাৎ, ২০২৬-এর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ক্রিকেটারদের লেনদেন নিয়েও আলোচনা শুরু হয়েছে। আর আসন্ন মরশুমের নিলামের আগে সবথেকে বেশি চর্চায় রয়েছেন সঞ্জু স্যামসন। ক্রিকবাজের এক প্রতিবেদন অনুসারে, অধিনায়ক সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালস ছাড়তে চাইছেন। টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া মনে করেন, কলকাতা নাইট রাইডার্সের উচিত সঞ্জুকে দলে নেওয়ার চেষ্টা করা।
আকাশ বিশ্বাস করেন, যদি কেকেআর ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দেয়, তাহলে প্রায় ২৪ কোটি টাকা তাদের হাতে আসবে, যা দিয়ে তারা সঞ্জু স্যামসনকে তাদের দলে নিতে পারবে। আকাশ চোপড়ার বক্তব্য অনেকাংশে সঠিক। কারণ, বলিউড অভিনেতা শাহরুখ খানের এই দলে কোনও ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান নেই। গত মরসুমে কুইন্টন ডি কক এবং রহমানউল্লাহ গুরবাজের মতো বিদেশী খেলোয়াড়রা কেকেআরের জন্য বিশেষ কিছু করতে পারেনি।
তবে শুধু কেকেআর নয়, আগামী মরশুমে সঞ্জুকে নিতে ঝাঁপাতে পারে সিএসকেও। কিন্তু সেই সম্ভাবনা কম বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাই আগামী মরশুমে রাজস্থান ছাড়লে সঞ্জুর নাইট ব্রিগেডে যোগ দেওয়ার সম্ভাবনাই প্রবল। কারণ, সঞ্জুকে নিতে পারলে ভারতীয় অধিনায়ক পাবে কেকেআর। সঞ্জুর বয়স কম। ফলে দীর্ঘমেয়াদি অধিনায়ক হিসাবে ভাবা হচ্ছে তাঁকে। রাজস্থানের হয়ে চার বছর অধিনায়কত্ব করেছেন সঞ্জু। ২০২২ সালে দলকে ফাইনালেও তুলেছিলেন। ফলে তাঁর অভিজ্ঞতা রয়েছে। তা কাজে লাগাতে চাইছে কেকেআর।
পাশাপাশি, সঞ্জুকে পেলে ওপেনারের সমস্যাও মিটবে কলকাতার। সুনীল নারিনের সঙ্গে নামবেন সঞ্জু। উইকেটরক্ষকের সমস্যাও থাকবে না কলকাতার। কুইন্টন ডি’ককের বয়স হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। তেমন ফর্মেও নেই। তাঁকেও গত নিলামে শেষ দিকে কিনেছিল কেকেআর। ফলে তাঁর বদলে সঞ্জু ভাল বিকল্প। নিলামে চেন্নাইয়ের সঙ্গে লড়াই করতে হলে পকেটে টাকা লাগবে। সেক্ষেত্রেও চেন্নাইকে টেক্কা দিতে পারে কলকাতা।
কয়েকজন ক্রিকেটারকে ছেড়ে দিলেই অনেক টাকা চলে আসবে কলকাতার হাতে। বেঙ্কটেশ আইয়ারকে কিনতে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা লেগেছিল কেকেআরের। তাঁকে ছেড়ে দিতে পারে তারা। পাশাপাশি ডি’কক, অনরিখ নরকিয়াকে ছেড়ে দিলে প্রায় ৪০ কোটি টাকা পেয়ে যাবে কেকেআর। সেই টাকা সঞ্জুকে কিনতে কাজে লাগাতে পারবে তারা। এখন দেখার, চেন্নাই ও কলকাতার লড়াইয়ে বাজিমাত করে কোন দল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন