সমকালীন প্রতিবেদন : হোয়াটসঅ্যাপে এবার নতুন প্রতারণার ফাঁদ। কিভাবে নিজেকে রক্ষা করবেন সেটাই বলবো আজকের এই প্রতিবেদনে। সাইবার জালিয়াতি হচ্ছে এবার এভাবে। স্ক্রিন মিররিং ফ্রড! আপনি তো আসল খেলাটা প্রতারকদের ধরতেও পারছেন না। আপনার ফোনে ব্যাংকিং অ্যাপ নামিয়েছেন নিশ্চয়ই? ওটা ইনস্টল করাই কি আসল বিপদ? জানুন আসল সত্যিটা। হয়ে যান সাবধান।
প্রথমেই জানিয়ে রাখা প্রয়োজন যে, এই জালিয়াতির ক্ষেত্রে প্রতারকরা ব্যবহারকারীদের স্ক্রিন শেয়ারিং অ্যাক্টিভ করার জন্য মূলত একটি পরিকল্পনা সাজায়। তারপর 'ইউজার' এর ব্যক্তিগত তথ্য যেমন OTP, ব্যাঙ্কের বিবরণ, পাসওয়ার্ড ও মেসেজ চুরি করে নেয়। এতে কি হয়! ভুক্তভোগীরা আর্থিক ক্ষতির মুখে পড়েন, ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপর তাঁদের আর কোন কন্ট্রোল থাকে না, এমনকি পরিচয় চুরিরও শিকার হতে পারে। তাই সময় থাকতে সচেতন হওয়া দরকার। জেনে রাখা দরকার, এই জালিয়াত চক্র কিভাবে কাজ করছে?
এক, প্রতারকরা কোনও ব্যাঙ্ক বা কোনও আর্থিক সংস্থার কর্মচারী সেজে আপনাকে ফোন করে। অ্যাকাউন্টে কোনও সমস্যা আছে এরকম অজুহাত দেখায়।
দুই, প্রতারকরা ব্যবহারকারীকে স্ক্রিন শেয়ারিং শুরু করতে বলে। তারপরেই হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে স্ক্রিন অ্যাক্সেসের কথা বলে।
তিন, ব্যবহারকারী যখন ব্যাঙ্কিং অ্যাপ, UPI বা পাসওয়ার্ড এন্টার করে, তখন প্রতারকরা রিয়েল-টাইমে সবকিছু দ্যাখে এবং ট্রানজাকশন করে।
চার, অনেক সময় প্রতারকরা মোবাইলে কীবোর্ড লগার ইনস্টল করে, যার মাধ্যমে তারা প্রতিটা টাইপ করা শব্দ, পাসওয়ার্ড আর OTPর অ্যাক্সেস সহজেই পায়।
পাঁচ, এই তথ্যগুলো হাতিয়ে নেওয়ার পরেই সেগুলো ব্যবহার করে প্রতারকরা অননুমোদিত লেনদেন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করে, সোশ্যাল মিডিয়া ও UPI অ্যাকাউন্টে অ্যাক্সেস পায় ও ইউজারের পরিচয়ের অপব্যবহার করে।
তাই প্রথমেই সাবধান হতে যে কাজটা করবেন সেটা হল, এই ধরনের কোন ফোন কলকে পাত্তা না দেওয়া। আর একটা জিনিস খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নিন। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ভারতের বেশিরভাগ প্রধান ব্যাঙ্কিং অ্যাপে স্ক্রিন ক্যাপচার ব্লক, সিকিওর সেশন ও টাইমআউটের মতো বৈশিষ্ট্য রয়েছে। কিন্তু যদি গ্রাহকরা অসাবধানতাবশত স্ক্রিন শেয়ারিং অনুমোদন করে, তাহলে কিছু অ্যাপের নিরাপত্তা প্রতারকরা সহজেই এড়িয়ে যেতে পারে। তাই স্ক্রিন শেয়ারিং বিষয়টা এড়িয়ে চলুন।
আর সবসময় অফিসিয়াল নম্বর থেকে কলারের পরিচয় যাচাই করুন। তারপর কথা বলুন। আপনার বিশ্বাসী ব্যক্তির সঙ্গেই আপনার স্ক্রিন শেয়ার করুন প্রয়োজনে। আপনার মোবাইলে অজানা উৎস থেকে অ্যাপ ইনস্টল করার বিকল্প পথটি বন্ধ করতে ভুলবেন না। মনে রাখবেন কোনো সন্দেহজনক নম্বর থেকে ফোন এলে, সেটিকে অবিলম্বে ব্লক করুন। cybercrime.gov.in অথবা ১৯৩০ নম্বরে অভিযোগ দায়ের করুন তৎক্ষণাৎ। একদম শেষ এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট, সমস্ত আর্থিক ও মেসেজিং অ্যাপে 'টু-ফ্যাক্টর অথেন্টিকেশন' অবশ্যই অ্যাক্টিভ রাখুন। মনে রাখবেন সাবধানের মার নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন