Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

বিদ্যুৎ বিল বকেয়ায় বিজেপি বিধায়কের বাড়ির একটি সংযোগ বিচ্ছিন্ন, অভিযোগ–প্রতিঅভিযোগে তৃণমূল বনাম বিজেপি

 

Electricity-bill-outstanding

সমকালীন প্রতিবেদন : বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের গোপালনগরের পাল্লা এলাকার বাড়ির একটি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল বিদ্যুৎ দপ্তর। অভিযোগ, বিধায়কের ভাই জয়দেব মজুমদারের নামে থাকা মিটারের মোটা অঙ্কের বিদ্যুৎ বিল দীর্ঘদিন ধরেই বকেয়ায় চলছিল। প্রায় সাড়ে তিন লক্ষ টাকার বিল বকেয়া পড়ে যাওয়ায় অবশেষে মঙ্গলবার সেই সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

বিদ্যুৎ দপ্তরের এই পদক্ষেপকে হাতিয়ার করে শাসক দল তৃণমূল কংগ্রেস কটাক্ষ করেছে বিজেপিকে। বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল নেতা শুভজিৎ দাস বলেন, “একজন জনপ্রতিনিধির বাড়িতে যদি এত বিপুল অঙ্কের বিদ্যুৎ বিল বকেয়া থাকে, তবে তিনি সমাজের কাছে কলঙ্ক। এইরকম জনপ্রতিনিধিদের বিরুদ্ধে রাজ্য সরকারের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।”

তৃণমূলের এই আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন বিধায়ক স্বপন মজুমদার। তিনি জানান, তাঁর বাড়িতে তিনটি বিদ্যুৎ সংযোগ রয়েছে। এর মধ্যে তাঁর ছোট ভাই জয়দেব মজুমদারের নামে থাকা মিটারটি নিয়ে বহুদিন ধরেই সমস্যা চলছে। তাঁর দাবি, বিদ্যুৎ দপ্তর বারবার বেনিয়ম করে অতিরিক্ত বিল পাঠাচ্ছিল। এই নিয়ে বিদ্যুৎ দপ্তরে অভিযোগও জানানো হয়েছিল। কিন্তু সমাধান না হওয়ায় পরিবার থেকেই ওই সংযোগ বিচ্ছিন্ন করার জন্য বিদ্যুৎ দপ্তরকে অনুরোধ জানানো হয়। সেই আবেদন মেনেই মঙ্গলবার সংযোগ কাটা হয়।‌

একইসঙ্গে বিজেপি বিধায়ক অভিযোগ করেন, রাজ্যের তৃণমূল সরকার বিদ্যুৎ দপ্তরের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে জোর করে অতিরিক্ত বিল আদায় করছে। সেই টাকা ব্যবহার করা হচ্ছে সরকারি প্রকল্প ও উৎসব-অনুষ্ঠানের নামে। পাশাপাশি, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে তিনি অভিযোগকারীদের বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন।

ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই বনগাঁর রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ না করা থেকে শুরু করে বিদ্যুৎ দপ্তরের বেনিয়ম—সব মিলিয়ে রাজ্যের শাসক ও বিরোধী শিবিরের মধ্যে নতুন করে দফায় দফায় বিতর্ক শুরু হয়েছে।‌





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন