সমকালীন প্রতিবেদন : রাস্তা না বলে এটিকে ছোটখাটো পুকুর বলা যায়। বর্ষা শুরু হতেই এমনই বেহাল দশা বনগাঁ–বাগদা রাজ্য সড়কের। আর এই বেহাল অবস্থার ফল ভোগ করতে হলো বাসযাত্রীদের। শনিবার সকালে ভাঙাচোরা এই রাস্তাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবোঝাই বাস গাছে ধাক্কা দিলে জখম হলেন বাসের বেশ কয়েকজন যাত্রী।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে বাগদার দিক থেকে বনগাঁয় আসছিল বনগাঁ-বয়রা রুটের একটি যাত্রী বোঝাই বাস। বাসটি চাঁদা রায়পুর এলাকায় আসতেই বেহালা রাস্তার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সজোরে ধাক্কা মারে রাস্তার ধারের একটি গাছে। আর তাতেই ঘটে বিপত্তি।
প্রচন্ড শব্দ পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরা দেখেন রাস্তার ধারে বাসের চালকের অংশে ব্যাপক ক্ষতি হয়েছে একটি বাসের। আর ওই বাসের ভেতর থেকে যাত্রীদের আর্তনাদ শোনা যাচ্ছে। এরপরে স্থানীয়রা আহত যাত্রীদের বাস থেকে নামিয়ে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বনগাঁ থানার পুলিশও।
পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, এই দুর্ঘটনায় প্রায় ৩০ জন কম বেশি আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। তাদের মধ্যে কয়েকজনকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনার পর প্রশাসনের উপর ক্ষোভ উগড়ে দেন স্থানীয় বাসিন্দারা। রাস্তা সংস্কারের দাবিতে তাঁরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
বনগাঁ থানা আইসি এবং বনগাঁর এসডিপিও ঘটনাস্থলে উপস্থিত হলে তাঁদেরকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। প্রায় এক ঘন্টা ধরে রাস্তা অবরুদ্ধ থাকার পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। এরপর পুলিশের তৎপরতায় দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে ঘটনাস্থল থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।
ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাগদা–বনগাঁ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সংস্কারের অভাবে রাস্তার অধিকাংশ জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিশেষ করে গ্যাঁড়াপোতা থেকে ঘাটবাওড় বাজার পর্যন্ত পরিস্থিতি খুবই খারাপ। আর এই বেহাল রাস্তার কারণে বারবার দুর্ঘটনা ঘটছে। এক সপ্তাহ আগেও এই স্থানে দুর্ঘটনা ঘটেছিল। স্থানীয়রা অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন