সমকালীন প্রতিবেদন : একবছরেরও বেশি সময় ধরে শীর্ষস্থান ধরে রাখার পর পদচ্যুত ট্রাভিস হেড৷ আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের সতীর্থ অভিষেক শর্মার কাছে টি-২০ ক্রিকেটে ব্যাটারদের পয়লা নম্বর জায়গাটা হাতছাড়া করলেন অজি ব্যাটার৷ সে যাই হোক, বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদবের পর দেশের তৃতীয় ব্যাটার হিসেবে সংক্ষিপ্ত ফরম্যাটে এক নম্বর ব্যাটার হলেন ভারতের ওপেনিং ব্যাটার৷
গত বছর অর্থাৎ, ২০২৪ সালের জুনে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে টপকে টি-২০'তে ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থানে পৌঁছেছিলেন হেড৷ ১৩ মাস পয়লা নম্বরে থাকার পর হেডকে সরিয়ে শীর্ষস্থান দখল করলেন অভিষেক৷ জাতীয় দলের জার্সিতে ইংল্যান্ডের বিরুদ্ধে গত ফেব্রুয়ারি মাসে শেষবার পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ব্যাট হাতে নেমেছিলেন অভিষেক৷ সেই সিরিজের শেষ ম্যাচে ৫৪ বলে ১৩৫ রানের বিধ্বংসী ইনিংস এসেছিল বাঁ-হাতি ওপেনারের ব্যাটে৷
অন্যদিকে, অস্ট্রেলিয়ার হয়ে গতবছর সেপ্টেম্বর মাসে শেষবার আন্তর্জাতিক টি-২০ খেলেছেন হেড৷ সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের কুড়ি-বিশের সিরিজে ছিলেন না তিনি৷ শীর্ষস্থান থেকে হেডের পদচ্যুত হয়ে যাওয়ার অন্যতম কারণ এটাও৷ ৮২৯ রেটিং পয়েন্টের সঙ্গে একধাপ উপরে উঠে এক নম্বর জায়গাটা দখল করলেন অভিষেক৷
নয়া র্যাঙ্কিংয়ে ৮১৪ রেটিং পয়েন্ট নিয়ে একধাপ নীচে অর্থাৎ, দ্বিতীয়স্থানে হেড৷ টি-২০ ব্যাটারদের র্যাঙ্কিংয়ে প্রথম দশে রয়েছেন আরও দুই ভারতীয় ব্যাটার৷ তিনে রয়েছেন আরেক বিধ্বংসী বাঁ-হাতি ব্যাটার তিলক বর্মা৷ স্থান না বদলে ছ'য়েই রয়েছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব৷ চার এবং পাঁচে রয়েছেন যথাক্রমে ফিল সল্ট এবং জস বাটলার৷
তবে সবকিছু ছাপিয়ে চর্চায় অভিষেকের শীর্ষে উঠে আসা৷ বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদবের পর তৃতীয় ভারতীয় হিসেবে পয়লা নম্বরে জায়গা করে নিলেন পঞ্জাবের এই ব্যাটার৷ এখনও পর্যন্ত দেশের হয়ে কেবল একটি ফরম্যাটেই প্রতিনিধিত্ব করেছেন অভিষেক৷ ১৭ ম্যাচে জোড়া সেঞ্চুরি সহযোগে তাঁর নামের পাশে রয়েছে ৫৩৫ রান৷ হাফসেঞ্চুরিও দু'টি৷ ভারতীয় ব্যাটার হিসেবে ৩৭ বলে দ্বিতীয় দ্রুততম টি-২০ সেঞ্চুরির রেকর্ডও রয়েছে অভিষেকের ঝুলিতে৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন