Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

গাছ কেটে বিক্রির অভিযোগে উত্তেজনা বাগদায়

 

Allegations-of-cutting-and-selling-trees

সমকালীন প্রতিবেদন : বাগদা গ্রাম পঞ্চায়েত এলাকায় পার্কের ভেতর থেকে গাছ কেটে বিক্রির অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বর সরাসরি পঞ্চায়েত প্রধান সঞ্জিত সরদারের বিরুদ্ধে অভিযোগ তুলে দাবি করেন, পার্কের ভেতরে থাকা একাধিক গাছ জেসিবি মেশিন দিয়ে কেটে বিক্রি করা হয়েছে। এf বিষয়ে তিনি ইতিমধ্যেই রাজ্য ও জেলা বনদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করে তদন্তের দাবি জানিয়েছেন।

প্রাক্তন বিধায়ক দুলাল বর অভিযোগ করেন, বহু বছর ধরে পার্কটিতে বড় বড় গাছ ও ঘন জঙ্গল ছিল। কিন্তু সম্প্রতি সেই গাছগুলি পরিকল্পিতভাবে কেটে ফেলা হয়েছে। তাঁর বক্তব্য, “এগুলো জনগণের সম্পত্তি। সেই সম্পত্তি বেআইনিভাবে কেটে বিক্রি করা হয়েছে। এর সঙ্গে সরাসরি জড়িত পঞ্চায়েত প্রধান।”

তবে অভিযোগের ভিত্তি মানতে নারাজ প্রধান সঞ্জিত সরদার। তিনি জানান, কয়েক মাস আগে প্রবল বৃষ্টির সময় পার্কের ভেতরে থাকা একটি গাছ ভেঙে বিপজ্জনক অবস্থায় পড়ে ছিল। স্থানীয় মানুষের নিরাপত্তার স্বার্থে সেই গাছ কেটে ফেলা হয়। পাশাপাশি পার্কে গজিয়ে ওঠা বড় জঙ্গলকে ঘিরে অসামাজিক কার্যকলাপ বাড়ছিল বলে স্থানীয়রা উদ্যোগ নিয়ে পার্ক পরিষ্কার ও সংস্কার করেছেন। প্রধানের বক্তব্য, “ভিত্তিহীন অভিযোগ তুলে ভোটের আগে রাজনৈতিক প্রচারে আসার চেষ্টা করছেন দুলাল বাবু।”

প্রধানের এই দাবিকে সমর্থন করেছেন এলাকার মহিলাদের একাংশও। তাঁদের মতে, একটি গাছ সত্যিই বিপদজনক অবস্থায় ছিল এবং পার্কের ভিতর আগাছা ও জঙ্গলে ভরে গিয়েছিল। গ্রামের মানুষই উদ্যোগ নিয়ে পার্ক পরিষ্কার করেন ও সেই বিপজ্জনক গাছটি কেটে দেন।

অভিযোগ–‌পাল্টা অভিযোগে ইতিমধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে বাগদা গ্রাম পঞ্চায়েত এলাকা। যদিও বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে মতভেদ রয়েছে। এখন সবার নজর বনদপ্তরের দিকে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হলে তবেই স্পষ্ট হবে আসল সত্যি।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন