সমকালীন প্রতিবেদন : ইংল্যান্ড সফরে গিয়ে ভাল খেলেছে বৈভব সূর্যবংশী। এ বার লক্ষ্য অস্ট্রেলিয়া সফর। বুধবার অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ইংল্যান্ড সফরে দারুণ পারফরম্যান্সের পর বৈভব সূর্যবংশীকে অস্ট্রেলিয়া সফরের জন্যেও দলে নেওয়া হয়েছে। এই সফর তরুণ খেলোয়াড়দের নিজেদের প্রতিভা দেখানোর বড় সুযোগ হবে বলেই মনে করা হচ্ছে। নেতৃত্বে থাকছেন আয়ুষ মাত্রে। বিসিসিআই ১৭ জন খেলোয়াড়কে দলে নির্বাচিত করেছে এবং ৫ জন স্ট্যান্ডবাই প্লেয়ারের নামও ঘোষণা করা হয়েছে।
সেপ্টেম্বরে হতে চলা এই সফরে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে ৩টি একদিনের ম্যাচ এবং ২টি চারদিনের ম্যাচ খেলবে। প্রথম ম্যাচটি ২১শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এই সফরে শেষ ম্যাচটি ৭ই অক্টোবর থেকে ১০ই অক্টোবরের মধ্যে খেলা হবে। আইপিএলে দুরন্ত পারফরম্যান্সের পর বৈভব সূর্যবংশীকে ইংল্যান্ড সফরের জন্য বেছে নেওয়া হয়েছিল, যেখানে তিনি দুরন্ত পারফর্ম করেছিলেন এবং অনেক রেকর্ড গড়েছিলেন।
এখন দেখে নেওয়া যাক, বৈভব সূর্যবংশীর ইংল্যান্ডে কেমন পারফরম্যান্স ছিল? বৈভব এখনও পর্যন্ত ৫টি প্রথম শ্রেণির ম্যাচে ১০০ রান, ৬টি লিস্ট এ ম্যাচে ১৩২ রান এবং ৮টি টি-২০ ম্যাচে ২৬৫ রান করেছেন। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে ৭টি ম্যাচ (৫টি একদিনের ম্যাচ এবং ২টি টেস্ট) খেলেছিলেন বৈভব, যেখানে মোট ৪৪৫ রান করেন। এর মধ্যে ১৪৩ রানের একটি ঐতিহাসিক ইনিংসও রয়েছে, যা তিনি মাত্র ৭৮ বলে করেছিলেন। সেই ইনিংসে বৈভব ১০টি ছক্কা এবং ১৩টি চার মেরেছিলেন।
উল্লেখ্য, সাদা বলের সিরিজের মাঝে এজবাস্টনে ভারতের টেস্ট দেখতে গিয়েছিলেন বৈভব। তার পরে প্রতিশ্রুতি দিয়েছিলেন একদিনের ক্রিকেটে ২০০ রান করার। সেই প্রতিশ্রুতি অবশ্য রাখতে পারেননি। দক্ষিণ আফ্রিকার জোরিখ ভ্যান শালকুইক ছোটদের একদিনের ম্যাচে প্রথম ২০০ রান করার নজির গড়েছেন।
অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলে নির্বাচিত খেলোয়াড়রা হলেন আয়ুষ মাত্রে (অধিনায়ক), বিহান মালহোত্রা (সহ-অধিনায়ক), বৈভব সূর্যবংশী, বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুণ্ডু (উইকেটরক্ষক), হরবংশ সিংহ (উইকেটরক্ষক), রাহুল কুমার, ডি দীপেশ, নমন পুষ্পক, হেনিল প্যাটেল, কিশন কুমার, আর এস অম্বরীশ, কনিষ্ক চৌহান, আনমোলজিৎ সিং, আমন চৌহান, খিলান পটেল ও উধব মোহন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন