Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগে উত্তাল বাগদার বাজিতপুর হাই স্কুল, শিক্ষক গ্রেপ্তার

 

Teacher-arrested

সমকালীন প্রতিবেদন : স্কুলের ছাত্রীদের সঙ্গে একাধিকবার অভব্য আচরণের অভিযোগে উত্তাল হয়ে উঠল বাগদার বাজিতপুর হাই স্কুল। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া ছাত্রছাত্রী ও অভিভাবকদের বিক্ষোভে রীতিমতো অচলাবস্থার সৃষ্টি হয় স্কুল চত্বরে। অভিযুক্ত শিক্ষককে দিনভর স্কুলের স্টাফ রুমে আটকে রেখে চলে বিক্ষোভ ও অবরোধ। পরিস্থিতি উত্তপ্ত হলে শেষমেশ পুলিশি হস্তক্ষেপে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।

অভিযুক্ত শিক্ষকের নাম সুদীপ্ত মৈত্র। বাড়ি নদিয়ার কল্যাণীতে। প্রায় দুই মাস আগে বাজিতপুর হাই স্কুলে ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে যোগ দেন। পড়ুয়াদের অভিযোগ, স্কুলে যোগদানের পর থেকেই তিনি একাধিক ছাত্রীর প্রতি আপত্তিকর ও অভব্য আচরণ করে আসছিলেন। বিষয়টি প্রধান শিক্ষককে জানানো হলেও, কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।

বৃহস্পতিবার সকালে ফের এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ ওঠে সুদীপ্তবাবুর বিরুদ্ধে। এরপরই ক্ষুব্ধ ছাত্রছাত্রী ও অভিভাবকরা তাকে স্টাফ রুমে আটকে রাখেন। পাশাপাশি, স্কুল সংলগ্ন বনগাঁ–দত্তপুলিয়া রাস্তা অবরোধে সামিল হন স্থানীয় বাসিন্দারাও।

ঘটনার খবর পেয়ে স্কুলে পৌঁছায় বাগদা থানার পুলিশ। দীর্ঘ আলোচনার পর সন্ধ্যায় পুলিশ অভিযুক্ত শিক্ষককে স্কুল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। শুক্রবার তাকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।

এব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক দিলীপকুমার সরকার জানান, স্কুলের শিক্ষক সুদীপ্ত মৈত্রের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেব্যাপারে পুলিশকে জানানো হয়েছে। পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থাগ্রহন করছে।  ঘটনার জেরে আতঙ্ক তৈরি হয়েছে স্কুলে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও কড়া শাস্তির দাবি তুলেছেন এলাকাবাসী।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন