সমকালীন প্রতিবেদন : বিজেপির মহিলা পঞ্চায়েত সদস্যার শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন ওই পঞ্চায়েতেরই বিরোধী দলনেতা। ঘটনাটি ঘটেছে পেট্রাপোল থানার অন্তর্গত ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতে। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম শোভন তরফদার, তিনি ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিজেপি বিরোধী দলনেতা।
অভিযোগ, গত ৬ জুলাই রাত সাড়ে দশটা নাগাদ শোভন তরফদার কিছু অনুগামী নিয়ে পঞ্চায়েত সদস্যা সোমা দেবনাথের বাড়িতে যান। সেসময় কোনও ব্যক্তিগত ও রাজনৈতিক বিষয় নিয়ে তর্কাতর্কি শুরু হয়, যা ক্রমেই বিবাদে পরিণত হয়। সেই সময় শোভন তরফদার ওই সদস্যাকে ধাক্কা দেন এবং শ্লীলতাহানি করেন বলে অভিযোগ করেন সোমা দেবনাথ।
ঘটনার পরই ওই রাতে সোমা দেবনাথ পেট্রাপোল থানায় শোভন তরফদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে এবং রাতেই হরিদাসপুর এলাকা থেকে শোভন তরফদারকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। এদিকে পুরো ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। একদিকে এই ঘটনা ঘিরে শাসক দলের পক্ষ থেকে বিরোধীদের বিরুদ্ধে নৈতিকতার প্রশ্ন তুলে কড়া সমালোচনা করা হয়েছে।
এব্যাপারে এই পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, তৃণমূল নেতা প্রসেনজিৎ ঘোষ বলেন, 'এটা বিজেপির অভ্যন্তরিন বিষয়। তবে বিজেপির একজন মহিলা পঞ্চায়েত সদস্য তাঁর দলেরই আর এক পঞ্চায়েত সদস্যের হাতে শ্লীলতাহানির শিকার হচ্ছে, এটা লজ্জাজনক। এরা রাজ্যে ক্ষমতায় এলে সাধারণ মহিলাদের কি হাল হবে।'
এই প্রসঙ্গে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মন্ডল বলেন, 'অভিযোগ যদি সত্যি হয়, তাহলে দলের পক্ষ থেকে অভিযুক্তর পাশে দাঁড়ানোর কোনও প্রশ্ন নেই। পুলিশ আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার নেবে। তবে অভিযোগ যদি মিথ্যা হয়, তাহলে দল এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।'
পঞ্চায়েত নির্বাচনের পরবর্তী সময়ে যখন রাজ্যের নানা প্রান্তে রাজনৈতিক উত্তেজনা এখনও প্রশমিত হয়নি, তখন এমন একটি ঘটনা গ্রাম পঞ্চায়েতের অন্দরেই দৃষ্টিগোচর হওয়ায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, ‘রাজনীতির নামে পঞ্চায়েতের পরিবেশ দিন দিন নোংরা হচ্ছে। যার জেরেই আজ এই অবস্থা।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন