Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ১২ জুলাই, ২০২৫

বুমরার সামনে আরও এক তারকাকে ছোঁয়ার সুযোগ লর্ডস এর মাঠে

Jasprit-Bumrah

সমকালীন প্রতিবেদন : প্রথম দিনে উইকেট পাননি। কিন্তু দ্বিতীয় দিনেই ফের নিজের জাত চেনালেন জসপ্রীত বুমরা। তুলে নিয়েছিলেন আরও একটি ইনিংসে পাঁচ উইকেট। লর্ডসের অনার্স বোর্ডেও জায়গা করে নিয়েছেন। নিজের স্পেলে ৭৪ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নিয়েছিলেন বুমরা। টেস্টে বুমরা এই নিয়ে ১৫ বার ইনিংসে পাঁচ বার তার বেশি উইকেট নেওয়ার নজির গড়েছিলেন। কপিল দেবের রেকর্ডও টপকে গিয়েছিলেন ডানহাতি পেসার। পঞ্চম উইকেট হিসেবে বুমরা আর্চারকে আউট করেছিলেন। সেই সঙ্গে ভেঙে দিলেন কপিল দেবের রেকর্ডও।

এই নিয়ে ১৫ বার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন তিনি। এর মধ্যে ১৩টিই দেশের বাইরে। যার ফলে তিনি টপকে গেলেন পূর্বজ কপিল দেবকে। টেস্টে বিদেশের মাটিতে ১২ বার এক ইনিংসে পাঁচ উইকেট বা তার বেশি পেয়েছেন কপিলও। তাছাড়াও তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে সেনা দেশ অর্থাৎ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় এশিয়ান বোলার হিসেবে সর্বাধিক উইকেট শিকারি হিসেবে শীর্ষে উঠে এসেছেন বুমরা। সেনা দেশগুলিতে আক্রমের উইকেট সংখ্যা ১৫১টি। 

এখানেই শেষ নয়। জো রুটকে টেস্টে সবথেকে বেশিবার আউট করার কৃতিত্বেও বুমরার নাম বসল। সেটা অবশ্য যৌথভাবে ১১ বার আউট করা প্যাট কামিন্সের সঙ্গে। দ্বিতীয় ইনিংসে আরও একটি রেকর্ড করতে পারেন বুমরা। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ইংল্যান্ডে সবচেয়ে বেশি উইকেট রয়েছে ইশান্ত শর্মার। তাঁর উইকেট সংখ্যা ৪৮। বুমরাও সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন। দ্বিতীয় ইনিংসে আর একটি উইকেট নিলেই ইশান্তকে ছাড়িয়ে যাবেন ‘বুম বুম’।

তবে এসবের পরেও কিন্তু বেশ নির্লিপ্তই ছিলেন বুমরা। কিন্তু কেন? দিনের খেলা শেষে বুমরার দিকে সেই প্রশ্নই ছুঁড়ে দেওয়া হয়েছিল সাংবাদিকদের তরফে। বুমরা বলছেন, ''সত্যি বলতে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আলাদা করে খুশি হওয়ার কিছু ছিল না। অনেকক্ষণ ধরে বোলিং করছিলাম। কখনও কখনও আমার ক্লান্ত মনে হয় নিজেকে। আমি সত্যি বলতে এখন ২১-২২ বছরের ছেলে নই। তাই লাফালাফি করব এমনটা নয়। আমি খুশি যে দেশের জন্য আমি কিছু অবদান রাখতে পারলাম। এটুকুই। এছাড়া আমি শুধু নিজের বোলিংটাই করে যেতে চাই। আর কিছু নয়।"




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন