Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ৭ জুলাই, ২০২৫

বাংলাজুড়ে বৃষ্টির দাপট, আরও ৪৮ ঘণ্টা চলবে বিক্ষিপ্ত ভারী বর্ষণ

 

Heavy-rain

সমকালীন প্রতিবেদন : পশ্চিমবঙ্গজুড়ে ফের সক্রিয় বর্ষা। রবিবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টির দাপট অব্যাহত থাকবে আগামী ৪৮ ঘণ্টা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ওড়িশার উত্তর প্রান্তে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এর জেরেই রাজ্যের দক্ষিণ ও উত্তরভাগে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।


সোমবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলার জন্য জারি করা হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। পাশাপাশি, রাজ্যের একাধিক স্থানে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।


কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার সকাল থেকেই মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির ছবি দেখা গিয়েছে। এই আবহাওয়া সারাদিন বজায় থাকবে বলেই মনে করছে হাওয়া অফিস। তবে স্বস্তির কথা, মঙ্গলবার বিকেল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া কিছুটা উন্নতির দিকে যাবে বলে ইঙ্গিত দিয়েছেন আবহাওয়াবিদেরা। বৃষ্টির দাপট খানিকটা কমবে।


এদিকে, রবিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, তা ধীরে ধীরে পশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে আগামী তিন দিনের মধ্যে ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের দিকে সরে যাবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। সেই সঙ্গে দেশের পশ্চিম অংশ থেকে একটি মৌসুমি অক্ষরেখা বাংলার উপর দিয়ে বিস্তৃত হয়েছে, যা উত্তরপ্রদেশ পেরিয়ে বাঁকুড়া ও দিঘা হয়ে উত্তর বঙ্গোপসাগরে এসে মিশেছে। এই দুই প্রাকৃতিক ব্যবস্থার প্রভাবে রাজ্যের আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছে ঘন কালো মেঘ।


উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার— এই পাঁচটি হিমালয় সংলগ্ন জেলায় সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণ হতে পারে। তবে বৃহস্পতিবারের পর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।

কলকাতায় রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের কাছাকাছি। সোমবারেও তাপমাত্রায় বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন