সমকালীন প্রতিবেদন : ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্ট ড্র করে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে এখনও টিকে রয়েছে ভারত। সিরিজ এখন ২-১ ব্যবধানে ইংল্যান্ডের পক্ষে। সেই প্রেক্ষিতে বৃহস্পতিবার থেকে ওভালে শুরু হতে চলা পঞ্চম তথা শেষ টেস্ট ভারতের কাছে কার্যত ফাইনালের মতো। লক্ষ্য একটাই—সিরিজ ড্র করা। তবে এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে ভারতীয় শিবিরে বড় ধাক্কা—দলে থাকছেন না ঋষভ পন্থ। চতুর্থ টেস্টের পর সাংবাদিক সম্মেলনে দলের প্রধান কোচ গৌতম গম্ভীর নিজেই জানিয়েছেন এই দুঃসংবাদ।
গম্ভীরের কথায়, “ভাঙা পা নিয়ে যে ভাবে ঋষভ ব্যাট করেছে, তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। আগামী প্রজন্ম নিশ্চয়ই এই ইনিংস মনে রাখবে। দুঃখজনকভাবে ওকে আমরা ওভালের টেস্টে পাব না।” পন্থের জায়গায় অন্তর্ভুক্ত হয়েছেন তরুণ উইকেটকিপার এন জগদীশন। ভারতীয় ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে পন্থের অনুপস্থিতি নিশ্চিত করে এবং এন জগদীশনের নাম ঘোষণা করে।
চতুর্থ টেস্টে জখম অবস্থাতেও দলের প্রয়োজনে ব্যাট করতে নামার মানসিক প্রস্তুতি রেখেছিলেন ঋষভ পন্থ। খেলা চলাকালীন ক্রাচে ভর দিয়েই স্টেডিয়ামে উপস্থিত হন তিনি। তাঁর ডান পায়ে রঙিন প্লাস্টার এবং হাঁটুর নীচে বিশেষ সুরক্ষা জুতো স্পষ্ট। পন্থ নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেন চারটি ছবি।
একই সঙ্গে লেখেন, “ভাঙা পা ঠিক হলেই রিহ্যাব শুরু করব। ধৈর্য রেখে চেষ্টা করছি। দেশের হয়ে খেলা আমার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত। আবার মাঠে ফেরার জন্য অধীর অপেক্ষায় আছি।” ম্যাচ শেষে ভারতীয় ড্রেসিংরুমে গৌতম গম্ভীর বলেন, “ঋষভ, তুমি শুধু এই দলের ভিত গড়ে দাওনি। তুমি পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করেছ। আমি সাধারণত কাউকে আলাদা করে বলি না, কিন্তু আজ তোমাকে বলতেই হচ্ছে—তোমার লড়াই আমাদের শক্তির উৎস।”
চতুর্থ টেস্ট ড্র করার পর দলের মানসিক দৃঢ়তা নিয়ে উচ্ছ্বসিত গম্ভীর বলেন, “অনেকেই ভাবেনি আমরা এই ম্যাচ বাঁচাতে পারব। কিন্তু এই দলটা তৈরি হচ্ছে। আমরা সেরা ১৮ জনকে নিয়েছি। শুধু একটু অভিজ্ঞতার ঘাটতি রয়েছে।” বর্তমান অধিনায়ক শুভমন গিলের প্রশংসায় গম্ভীর বলেন, “ওর প্রতিভা নিয়ে কোনও সন্দেহই নেই। কেউ যদি সন্দেহ করে, তাহলে তারা ক্রিকেট বোঝে না। শুভমনের উপর অধিনায়কত্ব কোনও চাপ নয়।”
ঋষভ পন্থের অভাব নিঃসন্দেহে দলের জন্য বড় ধাক্কা, তবে গম্ভীরের নেতৃত্বে আত্মবিশ্বাসী ভারতীয় শিবির এখন মনোবল এবং দলগত প্রচেষ্টাকেই অস্ত্র করে ওভালের ময়দানে নামবে। শেষ ম্যাচে চোখ থাকবে এন জগদীশনের পারফরম্যান্স, শুভমনের অধিনায়কত্ব এবং দলের অভাবনীয় লড়াইয়ের উপর। সিরিজ জিততে না পারলেও এই টিম ইন্ডিয়া নতুন এক মানসিকতা ও উদ্যমের প্রতীক—এমনটাই বার্তা দিতে চাইছে গোটা শিবির।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন