সমকালীন প্রতিবেদন : সবুজায়নের উদ্দেশ্যে প্রতি বছরের মতো এবছরও গাছের চারা বিলির মাধ্যমে অরণ্য সপ্তাহ পালন করল বনগাঁ মহকুমা টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশন। রবিবার কোড়ারবাগান মোড়ের কাছে যশোর রোডের ধারে ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে পথচলতি মানুষদের হাতে গাচের চারা তুলে দেওয়া হল।
উদ্যোক্তাদের পক্ষে প্রদীপ দে জানান, যেভাবে চারিদিকে গাছ কাটা চলছে, সেভাবে গাছ লাগানোর উদ্যোগ তুলনায় কম। আর সেক্ষেত্রে যেসব ব্যবসায়ীদের কাঠ নিয়েই কারবার, তাঁরাই প্রতি বছর গাছ লাগানোর ব্যাপারে মানুষকে উৎসাহিত করেন গাছের চারা বিলির মাধ্যমে।
এদিন উৎসাহী মানুষেরা লাইন দিয়ে কেউ একটি, কেউবা ২টি করে গাছের চারা নেন। মুহূর্তের মধ্যেই এক ট্রাক গাছের চারা বিলির কাজ শেষ হয়ে যায়। এদিন মূলত উচ্চ ফলনশীল আম গাছের চারা বিলি করা হয়। আগামী কয়েকদিন ধরে এভাবেই সংগঠনের পক্ষ থেকে আরও গাছের চারা বিলি করা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন