সমকালীন প্রতিবেদন : গ্রাহকদের কোটি টাকার প্রতারণার অভিযোগে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার বাগদায়। বাগদা নতুন বাজার এলাকার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি গ্রাহক সেবা কেন্দ্রের সেবিকা ও তাঁর স্বামীর বিরুদ্ধে শতাধিক গ্রাহকের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ পাওয়ার পর থেকেই পলাতক অভিযুক্ত দম্পতি। ক্ষুব্ধ গ্রাহকরা থানায় বিক্ষোভ দেখিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাগদা নতুন বাজার কালী মন্দিরের পাশে দীর্ঘদিন ধরে চালু ছিল এসবিআই-এর গ্রাহক সেবা কেন্দ্রটি। কেন্দ্রটির দায়িত্বে ছিলেন অর্পিতা অধিকারী, বাড়ি বাগদা নতুন বাজার। সেন্টারের দেখভালে তাঁকে সাহায্য করতেন তাঁর স্বামী অমিত মণ্ডল, বাড়ি পুরাতন হেলেঞ্চায়।
গত দুদিন ধরে হঠাৎ বন্ধ হয়ে যায় গ্রাহক সেবা কেন্দ্রটি। প্রথমে সেটিকে সাধারণ বন্ধ বলেই ধরে নেন গ্রাহকেরা। কিন্তু পরে সন্দেহ দেখা দিলে অনেকে তাঁদের বাড়িতে খোঁজ নিতে গেলে দেখতে পান, দুই বাড়িতেই তালা ঝুলছে। এমনকি তাদের দেওয়া ফোন নম্বরেও বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন প্রতারিত গ্রাহকেরা। তাঁদের অভিযোগ, বহু মানুষ ওই সেবা কেন্দ্রে টাকা জমা রেখেছিলেন, কারও কারও ক্ষেত্রে তা লক্ষাধিক টাকা। অথচ কোনও রসিদ বা লেনদেনের নির্ভরযোগ্য প্রমাণ এখন গ্রাহকদের হাতে নেই। সব মিলিয়ে প্রতারণার পরিমাণ কোটি টাকারও বেশি বলে দাবি।
সোমবার থানায় গিয়ে বিক্ষোভ দেখান শতাধিক গ্রাহক। পরে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
এই ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা ও উৎকণ্ঠার পরিবেশ তৈরি হয়েছে। প্রতারিত গ্রাহকেরা দ্রুত ব্যবস্থা নিয়ে তাঁদের টাকা ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন। পুলিশের পাশাপাশি ব্যাংক কর্তৃপক্ষও ঘটনার বিষয়ে রিপোর্ট তলব করেছে বলে সূত্রের খবর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন