সমকালীন প্রতিবেদন : শনিবার সকালে রাস্তার ধারে দুই যুবকের মৃতদেহ পড়ে থাকার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো উত্তর ২৪ পরগনার বাগদা থানার অন্তর্গত আন্দুলপোতা এলাকায়। বনগাঁ–দত্তপুলিয়া সড়কের পাশে দুই যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়।
সাত সকালে এমন কাণ্ডে হতবাক হয়ে যান স্থানীয়রা। এরপর স্থানীয়রাই সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। পরে বাগদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম মানিক সরদার ও বাপ্পা ওরাং। উভয়ের বাড়ি বাগদার নাটাবেড়িয়া এলাকায়। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, একটি মারাত্মক বাইক দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে তাদের। কারণ ঘটনাস্থলের পাশে একটি বাইক পড়ে থাকতে দেখা যায়।
তবে অন্য কোনও সম্ভাবনা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। পাশাপাশি, ওই এলাকায় সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের খোঁজ করেও তদন্ত এগোচ্ছে।
এখনও পর্যন্ত কোনও অপরাধমূলক তৎপরতার ইঙ্গিত মেলেনি বলেই সূত্রের খবর। এই ঘটনার জেরে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দুই যুবকের অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন