Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ২১ জুন, ২০২৫

আবার আসছে বৃষ্টি, দক্ষিণ ও উত্তরবঙ্গে জারি সতর্কতা

 

Rain-is-coming-again

সমকালীন প্রতিবেদন : গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকলেও, শুক্রবার থেকে বৃষ্টির দাপট খানিকটা কমেছিল। কিন্তু সেই স্বস্তি বেশি দিন থাকছে না। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী রবিবার অর্থাৎ ২৩ জুন থেকে আবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।


আবহাওয়াবিদদের মতে, নিম্নচাপ অঞ্চলের প্রভাব কিছুটা কমলেও রাজ্যে সক্রিয় রয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। এর জেরেই ফের সক্রিয় হচ্ছে বৃষ্টির ঘনঘটা। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, নদিয়া জেলার কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কবার্তা জারি করা হয়েছে।


মঙ্গলবার ভারী বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। আবার বুধবার থেকে দক্ষিণবঙ্গের আরও বিস্তৃত অঞ্চলে টানা ভারী বর্ষণের পূর্বাভাস মিলেছে।


এদিকে উত্তরবঙ্গেও পরিস্থিতি গুরুতর হতে পারে। সোমবার, ২৪ জুন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দুই দিনাজপুর ও মালদহে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার ও রবিবারও এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাত চলবে বলেই পূর্বাভাস।

আবহাওয়াবিদদের সতর্কবার্তা অনুযায়ী, নিম্নাঞ্চল, নদী সংলগ্ন এলাকা এবং পাহাড়ি অঞ্চলে ভূমিধস ও জল জমার আশঙ্কা থেকে যাচ্ছে। প্রশাসনের তরফে জেলা প্রশাসনগুলিকে ইতিমধ্যে সতর্ক করা হয়েছে। সাধারণ মানুষকেও প্রয়োজনে বাড়িতে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।


সতর্কবার্তায় বলা হয়েছে, সম্ভাব্য দুর্যোগের সময় অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলুন। বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিন। নদীর ধারে ও পাহাড়ি পথে যাতায়াতের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। পরিস্থিতির উপর নজর রাখছে আবহাওয়া দফতর। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন