Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১৮ জুন, ২০২৫

আলিয়া দ্বিতীয়বার মা হতে চলেছেন?

 ‌

Ranbir-Alia

সমকালীন প্রতিবেদন : ‌রণবীর আলিয়ার ঘর আলো করে আসছে এবার দ্বিতীয় সন্তান! কান মঞ্চ থেকে শুরু হওয়া গুঞ্জন তাহলে কি সত্যি হয়ে গেল? পুত্র সন্তানের নাম ঠিক করে ফেলেছেন দুজনে! চমকে গেলেন? বিটাউন জুড়ে জোর চর্চা শুরু। রণবীর ঘরণীর 'বেবিবাম্প' থেকে শুরু করে ক্লিনিকে আলিয়াকে দেখতে পাওয়া, কিসের ইঙ্গিত দিচ্ছে এই সবকিছু? সঠিক খবরটা জানুন আজকের এই প্রতিবেদনে।

মুম্বইয়ের বান্দ্রার এক ক্লিনিক। সেখানেই দেখা গেল আলিয়াকে। অভিনেত্রীর পরনে ছিল ঢিলেঢালা প্যান্ট ও তার সঙ্গে ঢিলেঢালা সোয়েট শার্ট। মাথায় টুপি। খুব তাড়াহুড়োয় তাঁকে ক্লিনিক থেকে বেরিয়ে গাড়িতে উঠতে দেখা যায়। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়াতেই, আলিয়াকে দেখে অনুরাগীদের অনুমান, দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী। এখন প্রশ্ন হল এই জল্পনা কতটা সত্যি? 

গত কয়েকদিন ধরেই আলিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে জোর জল্পনা চলছে। কান চলচ্চিত্র উৎসবে আলিয়ার উপস্থিতি দেখার পরেই এই জল্পনা ছড়িয়েছে। প্রথম দিন আলিয়া পরেছিলেন পোশাকশিল্পী ড্যানিয়েল রোজবেরির তৈরি স্ট্র্যাপলেস গাউন। পাতলা, নরম কাপড়ের উপরে সিকুইনের সূক্ষ্ম কাজ নজর কেড়েছিল। মাথায় খোঁপা ও কানে হিরের স্টাড। কান-এ ‘উইমেনস্‌ ওয়ার্থ’ অনুষ্ঠানে আরমানি-র সিকুইনড গাউন পরেছিলেন আলিয়া। গাউনের সঙ্গে মিলিয়ে মাথাতেও বেছে নিয়েছিলেন বিশেষ ধরনের অ্যাকসেসরি। 

কিন্তু এই পোশাকে নাকি ফুটে উঠেছে আলিয়ার স্ফীতোদর। বার বার হাত দিয়ে উদর আড়াল করার চেষ্টাও করছিলেন অভিনেত্রী। বিষয়টি ঠিক চোখে পড়ে যায় অনুরাগীদের। একজন লিখেছেন, 'আলিয়াকে দেখে মনে হচ্ছে, তিনি অন্তঃসত্ত্বা।' সেই মন্তব্য দেখে আর একজন লিখেছেন, 'আমারও ঠিক তাই মনে হচ্ছে। ওঁকে দেখেই মনে হল, ফের মা হতে চলেছেন।'‌ এমন মন্তব্যে ছেয়ে যায় সোশ্যাল মিডিয়া। 

তবে এখনও এই বিষয়ে কোনও বিবৃতি আসেনি আলিয়া বা তাঁর সহকারী দলের তরফ থেকে। কিন্তু আর একটা বিষয়কে যে কিছুতেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মনে আছে? কিছুদিন আগেই এক পডকাস্টে রাহার প্রসঙ্গে আলিয়া বলেছিলেন, তিনি ও রণবীর এক পুত্রের নামও বেছে রেখে দিয়েছেন। আর ঠিক সেখান থেকেই তাই দুইয়ে দুইয়ে চার করছেন তারকা দম্পতির অনুরাগীরা।

কান থেকে 'বেবিবাম্প' জল্পনা। আর এবার তাতে নতুন করে অ্যাড হলো, মুম্বইয়ের বান্দ্রার এক ক্লিনিকে আলিয়াকে দেখতে পাওয়া। এই সবকিছু যেন রনবীর আলিয়ার দ্বিতীয় সন্তানেরই ইঙ্গিত দিচ্ছে। অন্তত তেমন চর্চাই চলছে সমাজ মাধ্যমে। উল্লেখ্য, ২০২২ সালের ১৪ এপ্রিল রণবীর কপূরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন আলিয়া। ঘরোয়া আসরেই বিয়ে সেরেছিলেন তারকা জুটি। 

সেই বছরই সুখবর দেন তাঁরা। ২০২২ এর নভেম্বর মাসে জন্ম হয় আলিয়া রণবীরের কন্যা রাহা কপূরের। আড়াই বছর বয়স এখন তার। আর এর মধ্যেই কি তাহলে দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করে ফেললেন আলিয়া ও রণবীর? করিনা কপূর খান ও অনুষ্কা শর্মার মতো আলিয়াও কি তাহলে দুই সন্তানের মা হতে চাইছেন? উত্তর দেবে সময়।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন