সমকালীন প্রতিবেদন : বনগাঁ ব্লকের ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান উমা ঘোষ দাসের জাতিগত শংসাপত্র বাতিল করলো বনগাঁ মহকুমা প্রশাসন। একই সঙ্গে এই বিষয়ে বনগাঁ থানার আইসি কে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করার নির্দেশ দিলেন বনগাঁর মহকুমা শাসক।
উল্লেখ্য, সারা ভারত মতুয়া মহা সংঘের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় যে, বেআইনি পথে বনগাঁর পাঁচজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব মিথ্যা জাতিগত শংসাপত্র বের করে রাজনৈতিক সুবিধা ভোগ করছেন। তাদের নাম উল্লেখ করে তাদের শংসাপত্র যাচাই করে তা বাতিলের দাবিও জানানো হয়।
ইতিমধ্যেই বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। পাশাপাশি রাজ্য প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তর এ ব্যাপারে তদন্ত শুরু করে। তারই মধ্যে শারীরিক অসুস্থতার কারণে সম্প্রতি পঞ্চায়েত প্রধানের পদ থেকে সরে আসেন ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান উমা ঘোষ দাস।
অন্যদিকে, মতুয়া মহাসংঘের পক্ষ থেকে দায়ের করা অভিযোগের ভিত্তিতে মহকুমা শাসকের নির্দেশে উমা ঘোষ দাসের জাতিগত শংসাপত্রের বিষয়ে তদন্তের পর, মহকুমা প্রশাসন জানতে পারে যে, তার জাতিগত শংসাপত্রটির সত্যতা নিয়ে সমস্যা আছে। আর সেই কারণে সেই শংসাপত্রটি বাতিল করা হয়েছে।
এই ব্যাপারে সারা ভারত মতুয়া মহা সংঘের যুগ্ম সম্পাদক মনোজ টিকাদার বলেন, 'বেআইনি পথে বনগাঁর কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব তপশিলি জাতির জাল শংসাপত্র বের করে রাজনৈতিক ক্ষমতা ভোগ করছেন। তাদের মধ্যে একজনের শংসাপত্র মহকুমা শাসক বাতিল করেছেন। এ ব্যাপারে মহাকুমা শাসক বনগাঁ থানার আইসি কে আইনি পদক্ষেপ করতে বলেছেন। বিষয়টি যাতে কার্যকরী হয় তার জন্যই আজ আমরা বনগাঁর পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলাম।'
অন্যদিকে, সারা ভারত মতুয়া মহা সংঘের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাস বলেন, 'জাল শংসাপত্রের বিষয় নিয়ে পাঁচ জনের বিরুদ্ধে আমরা অভিযোগ জানিয়েছিলাম। আপাতত সান্তনা পুরস্কার হিসেবে একজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা আমরা জানতে পেরেছি। আমরা চাই যে পাঁচ জন রাজনৈতিক ব্যক্তিত্ব জাতিগত জাল শংসাপত্র বের করেছেন, তাদের পাশাপাশি যেসব আমলা এবং সরকারি কর্মী এই শংসাপত্রগুলি বের করার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক।'
এদিন, সারা ভারত মতুয়া সংঘের বনগাঁ মহকুমা কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধিদল বনগাঁ পুলিশ জেলার সুপার দীনেশ কুমারের সঙ্গে দেখা করেন। তাঁরা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে মহকুমা শাসক বনগাঁ থানার আইসিকে যে চিঠি দিয়েছেন, তা যাতে কার্যকরী হয় তার আবেদন জানান। পাশাপাশি, বাকিদের বিরুদ্ধেও যাতে তদন্ত জারি থাকে, তারও আবেদন জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন