Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ৩ মে, ২০২৫

১৫ বছর বয়স না হলে কি ভারতীয় দলে খেলার সুযোগ পাবে না বৈভব?

 

Vaibhav-Suryavanshi

সমকালীন প্রতিবেদন : বয়স মাত্র ১৪ বছর। যে বয়সে ক্রিকেটারেরা বয়সভিত্তিক প্রতিযোগিতা খেলে নিজের জায়গা তৈরি করার চেষ্টা করে, সেই বয়সে দুনিয়া কাঁপাচ্ছে বৈভব সূর্যবংশী। ভারতীয় ক্রিকেটে নিজের জায়গা তৈরি করে ফেলেছে সে। 

আইপিএলে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মাত্র ৩৫ বলে শতরান করেছে বৈভব। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টিতে শতরান করেছে সে। এই প্রেক্ষিতে অনুরাগীদের একটাই প্রশ্ন, জাতীয় দলের জার্সিতে কবে দেখা যাবে বৈভবকে? 

এখনও কি টিম ইন্ডিয়ার হয়ে নামার যোগ্যতা অর্জন করেনি কিশোর ওপেনার? কী বলছে ক্রিকেটের আইন? আইসিসির নিয়ম অনুযায়ী, সিনিয়র দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে গেলে ন্যূনতম ১৫ বছর বয়স হতে হয়। আপাতত বৈভবের বয়স ১৪ বছর ৩৪ দিন। 

আগামী বছর ভারত এবং শ্রীলঙ্কায় টি-২০ বিশ্বকাপ খেলা হবে, সম্ভবত ফেব্রুয়ারি এবং মার্চ মাসে। তার আগে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করে ফেলতে হবে। কিন্তু সেই সময়ে বৈভবের বয়স কোনওমতেই ১৫ বছর হবে না। ২০২৬ সালের ২৭ মার্চের পর তার বয়স হবে ১৫ বছর, কিন্তু ততদিনে টি-২০ বিশ্বকাপ সম্ভবত শেষ হয়ে যাবে।

তাহলে কি দেশের মাটিতে বিশ্বকাপ অভিষেকের স্বপ্ন অধরাই থাকবে বিহারের কিশোরের? আইসিসির নিয়মে অবশ্য একটি ব্যতিক্রমও রয়েছে। বলা হয়েছে, ১৫ বছরের কম বয়সি কোনও ক্রিকেটারের যদি খেলার পর্যাপ্ত অভিজ্ঞতা, পরিণত মানসিকতা এবং শারীরিক প্রস্তুতি থাকে, তাহলে ওই ক্রিকেটারকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অনুমতি দেওয়া হবে। 

সেক্ষেত্রে আইসিসির কাছে চিঠি লিখতে হবে বিসিসিআইকে। আইসিসির অনুমতি পেলে মাঠে নামতেই পারে বিহারের বিস্ময় বালক। উল্লেখ্য, আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরানও এখন তার নামের পাশে। গতবছর আইপিএল নিলাম থেকেই বিহারের বৈভবের রেকর্ড গড়ার যাত্রা শুরু। কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে আইপিএল নিলামে দল পেয়েছিল সে। 

আইপিএল মহানিলামে ১ কোটি ১০ লক্ষ টাকায় বৈভবকে কিনে নিয়েছিল রাজস্থান রয়্যালস। তারপর সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএলে অভিষেক হয়েছে তার। আইপিএল জীবনের শুরুটাই করেছে ছক্কা হাঁকিয়ে। কিশোর বৈভবের প্রশংসায় পঞ্চমুখ শচীন তেণ্ডুলকর থেকে শুরু করে গোটা ক্রিকেটমহল।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন