সমকালীন প্রতিবেদন : এখন চলছে আইপিএল। বিশ্বের সবথেকে বড় লীগ টুর্নামেন্টে মত্ত গোটা দেশ। দেশ বললে ভুল হবে, বিশ্বব্যাপী জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ। তবে আইপিএল শেষ হলেই ফের লাল বলের মহারণে নামবে ভারতীয় দল। এই বছর দেশের মাটিতে ভারতীয় ক্রিকেট দলের সূচি ঘোষণা করল বিসিসিআই। ইডেন টেস্ট ম্যাচ পাচ্ছে আগামী শীতে।
এই বছর ভারতীয় দল দেশের মাটিতে খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট হবে কলকাতায়। ১০ অক্টোবর থেকে টেস্ট শুরু। দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচ ২ অক্টোবর থেকে আমেদাবাদে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর ভারত খেলবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের পরে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ফর্ম্যাটের সিরিজ খেলবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজটি ঐতিহাসিক হতে চলেছে। কারণ গুয়াহাটিতে প্রথমবার টেস্ট ম্যাচ হবে। এই সিরিজটি ১৪ নভেম্বর নতুন দিল্লিতে শুরু হবে। গুয়াহাটিতে দ্বিতীয় টেস্ট ম্যাচটি ২২ নভেম্বর শুরু হবে। চারটি টেস্টই সকাল সাড়ে ৯টা থেকে।
এরপর প্রোটিয়াদের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারত। ভারত এবং দক্ষিণ আফ্রিকা ডিসেম্বরে তিন ম্যাচের ওডিআই সিরিজ এবং পাঁচটি ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলবে। শেষ ম্যাচটি আমেদাবাদে অনুষ্ঠিত হবে। ওডিআই সিরিজ ৩০ নভেম্বর রাঁচিতে শুরু হবে। এরপর দ্বিতীয় এবং তৃতীয় ওডিআই ম্যাচ যথাক্রমে ৩ ও ৬ ডিসেম্বর রায়পুর ও বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হবে। তিনটি ম্যাচই দুপুর দেড়টা থেকে।
সব শেষে রয়েছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচ হবে কটকে আগামী ৯ ডিসেম্বর। দ্বিতীয় ম্যাচ হবে চণ্ডীগড়ে আগামী ১১ ডিসেম্বর। তৃতীয় ম্যাচে হবে ধরমশালায় আগামী ১৪ ডিসেম্বর। চতুর্থ ম্যাচ হবে লখনউয়ে ১৭ ডিসেম্বর এবং পঞ্চম ম্যাচ হবে আমেদাবাদে ১৯ ডিসেম্বর। পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচই সন্ধ্যা ৭টা থেকে। এখন দেখার এই সিরিজগুলিতে ভারত কীভাবে কামব্যাক করে।
উল্লেখ্য, বিগত সময়ে লাল বলের একাধিক সিরিজ হেরে প্রবল চাপে রয়েছে ভারতের টেস্ট দল। রোহিত শর্মার নেতৃত্বে প্রথমে ঘরের মাঠে নিউজিল্যান্ড এবং পরে অজিভূমে অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজে পরাস্ত হয়। তারপর থেকেই ভারতীয় দলের লাল বলের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে চলছে জল্পনা। যদিও সাদা বলের ক্রিকেটে এখন অপ্রতিরোধ্য ভারতীয় দল। কিন্তু লাল বলের ক্রিকেটে কি সেই ফর্ম ফিরে আসবে? এর উত্তর মিলবে কয়েকমাস পরেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন