Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ২ মে, ২০২৫

প্রকাশিত হল মাধ্যমিকের ফল, প্রথম অদৃত সরকার

Madhyamik-2025-result

সমকালীন প্রতিবেদন : ‌২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় প্রথম হল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র অদৃত সরকার। অদৃতের প্রাপ্ত নম্বর ৬৯৬ (৯৯.৪৩ শতাংশ)। যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র অনুভব বিশ্বাস ও বাঁকুড়ার বিষ্ণুপুর  হাইস্কুলের  ছাত্র সৌম্য পাল। দুজনেরই প্রাপ্ত নম্বর ৬৯৪ (৯৯.১৪ শতাংশ)‌।

মাধ্যমিকে এবারও জেলার জয়জয়কার। মেধা তালিকায় প্রথম দশে রয়েছে ৬৬ জন। মাধ্যমিকে পাসের হারের দিক থেকে প্রথম পূর্ব মেদিনীপুর জেলা। তার পর যথাক্রমে কালিম্পং, কলকাতা এবং পশ্চিম মেদিনীপুর রয়েছে। মাধ্যমিকে পাসের হার ৮৬.৫৬ শতাংশ। গত বার ছিল ৮৬.৩১ শতাংশ। গত বারের তুলনায় পাশের হার সামান্য বেড়েছে।  

এবছর ৭০ দিনের মাথায় ফল প্রকাশ করা হলো। ২০২৩ ও ২০২৪ সালের তুলনায় এই বছর আরও কম সময়ের মধ্যে ফল প্রকাশ হল। শুক্রবার সকাল ৯টায় পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। এরপর সকাল ৯টা ৪৫ মিনিট থেকে পরীক্ষার্থীরা বিভিন্ন ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে নিজেদের রেজাল্ট জানতে পারে। 

পর্ষদ সভাপতি জানিয়েছেন, এ বছর মাধ্যমিকে প্রথম দশে রয়েছে ৬৬ জন ছাত্রছাত্রী। তবে প্রথম স্থানে রয়েছে একজনই। রেগুলার পরীক্ষার্থী ৯ লক্ষ ১৩ হাজার ৮৮৩ জন। কন্টিনিউয়িং পরীক্ষার্থী ৫৪ হাজার ১৪৩ জন। কম্পাটমেন্টাল পরীক্ষার্থী ১ হাজার ৩৯৯ জন। ছেলেদের সংখ্যা ৪ লক্ষ ২৫ হাজার ৮৮১ জন। মেয়েদের সংখ্যা ৫ লক্ষ ৪৩ হাজার ৫৪৪ জন। এবছর মাধ্যমিক পরীক্ষায় বসা ছাত্রীর সংখ্যা ছাত্রদের তুলনায় ২৭ শতাংশের ওপর ছিল। গতবারের তুলনায় সব মিলিয়ে ৫৬ হাজার পরীক্ষার্থী বেশি ছিল।

একনজরে দেখে নিন মেধাতালিকা – 

প্রথম :  অদ্রিত সরকার (রায়গঞ্জ করোনেশন হাইস্কুল)। প্রাপ্ত নম্বর – ৬৯৬।

দ্বিতীয় : অনুভব বিশ্বাস (রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির),  সৌম্য পাল। প্রাপ্ত নম্বর – ৬৯৪।

তৃতীয় : ঈশানী চক্রবর্তী। প্রাপ্ত নম্বর – ৬৯৩।

চতুর্থ : মহম্মদ সেলিম। প্রাপ্ত নম্বর – ৬৯২।

পঞ্চম : সিনচ্যান নন্দী (গৌরহাটি হরদাস ইনস্টিটিউশন), চৌধুরী মহম্মদ আসিফ  (কামারপুকুর রামকৃষ্ণ মিশন), বিশ্বজিৎ ঘোষ,  সৌমিত্র করণ (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন),    প্রাপ্ত নম্বর – ৬৯১।

ষষ্ঠ : অঞ্চ দে (ফালাকাটা হাইস্কুল),  বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুল, রুদ্রনীল মান্না, অঙ্কন মণ্ডল, অভ্রদীপ মণ্ডল। প্রাপ্ত নম্বর – ৬৯০।

সপ্তম : দেবার্ঘ্য দাস, অঙ্কন বসাক।  প্রাপ্ত নম্বর – ৬৮৯।

অষ্টম : অনির্বাণ দেবনাথ, সত্যম সাহা, আসিফ মেহবুব, মহম্মদ ইনজামুল হক, সৃজন প্রামাণিক, শুভ্র সিনহা মহাপাত্র, স্পন্দন মল্লিক, সৃজনী ঘোষ, কাকলী মণ্ডল, সৌপ্তিক মুখোপাধ্যায়, অবন্তিকা রায়।  প্রাপ্ত নম্বর – ৬৮৮।

নবম : দেবাঙ্গন দাস, মৃন্ময় বসাক, অনীক সরকার, নিশা ঘোষ, ময়ূখ বসু, অয়ন নাগ, অঙ্কুশ জানা, ঐশিক জানা, প্রজ্জ্বল দাস, অনীশ দাস। প্রাপ্ত নম্বর – ৬৮৭।

দশম : হামিদা বানু, প্রিয়ম পাল, অদ্রিত হালদার, সন্ময় দাস, স্বাগতা সরকার, অয়ন্তিকা সামন্ত, সমন্বয় দাস, সোহম সাঁতরা, রাহুল দাস। প্রাপ্ত নম্বর – ৬৮৬।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন