সমকালীন প্রতিবেদন : শুধু ক্যাচ নয়, দুর্দান্ত ফিল্ডিংও ম্যাচ জেতায়। রবিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালসের মধ্যে উত্তেজনাপূর্ণ ম্যাচে রিঙ্কু সিং-এর দুর্দান্ত ফিল্ডিং-ই কেকেআর-কে এক রানে জিততে সাহায্য করে। রিঙ্কু রাজস্থানের ইনিংসের ১৯তম এবং ২০তম ওভারে এমন দু'টি চার বাঁচিয়েছিলেন।
শেষ বলে যেভাবে রানআউট করিয়েছিলেন, সেটা কেকেআর-কে এক রানে ম্যাচ জেতাতে বড় ভূমিকা নিয়েছিল। রবিবার ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসকে মাত্র এক রানে হারিয়ে ম্যাচের নাটকীয় সমাপ্তি করে কেকেআর। রিঙ্কু সিংয়ের দুর্দান্ত ফিল্ডিং-এর হাত ধরে কলকাতা নাইট রাইডার্স তাদের আইপিএল ২০২৫-এ প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে।
ম্যাচের শেষ বলে রাজস্থান রয়্যালসের জিততে, তিন রানের প্রয়োজন ছিল। শুভম দুবে বলটিকে লং-অফে মারেন এবং দু'টি রান নেওয়ার চেষ্টা করেন। যাতে অন্তত ম্যাচটি ড্র হয়ে যায়। তবে সেই শট বাউন্ডারিও হয়ে যেতে পারত। কিন্তু রিঙ্কু দ্রুত ছুটে এসে বলটি ধরেন এবং বৈভব অরোরার দিকে এক বাউন্স থ্রো করেন।
নন-স্ট্রাইকার জোনে দাঁড়িয়ে বৈভব ঠান্ডা মাথায় জোফ্রা আর্চার ক্রিজে পৌঁছানোর আগেই স্টাম্প ভেঙে দেন। সেই সঙ্গে এক রানে ম্যাচ জেতা নিশ্চিত হয়ে যায় কেকেআর-এর। এর আগে ১৯তম ওভারে রিঙ্কুর দুরন্ত ফিল্ডিংয়ের সুফল পেয়েছে নাইটরা। পূর্ণদৈর্ঘ্য ডাইভ দিয়ে একটি বাউন্ডারি বাঁচিয়েছিলেন রিঙ্কু।
ম্যাচের পর রিঙ্কু বলেন, ইডেন গার্ডেন্সের আউটফিল্ড খুবই দ্রুত। এমন পরিস্থিতিতে দ্বিতীয় বলের প্রতিরক্ষা সম্পর্কে তাঁর দাবি, ‘ওই বাউন্ডারি বাঁচানোটা গুরুত্বপূর্ণ ছিল। এটি ভারতের দ্রুততম আউটফিল্ডগুলির মধ্যে একটি। আউটফিল্ডে ভালো ফিল্ডিং করা আমার দায়িত্ব, আমি দায়িত্ব নিতে পছন্দ করি। আমি আমার ফিল্ডিং উপভোগ করি, সম্ভবত আমার ব্যাটিংয়ের চেয়েও বেশি।’
ব্যাট হাতেও এদিন রিঙ্কু গুরুত্বপূর্ণ ক্যামিও খেলেন। ৬ বলে অপরাজিত ১৯ রান করেন তিনি। ২টি ছক্কা এবং ১টি চার হাঁকান রিঙ্কু। যা কেকেআর-কে ৪ উইকেটে ২০৬ রানে পৌঁছতে সাহায্য করে। ফর্ম ফিরে পেয়ে আন্দ্রে রাসেল এদিন ৬টি ছক্কা এবং ৪টি চারের সাহায্যে ২৫ বলে ৫৭ রানে অপরাজিত ছিলেন।
রিঙ্কু বলেন, ‘রাসেল আমাদের জন্য গুরুত্বপূর্ণ রান করেছেন, তিনি এই মরশুমে সেরা রান সংগ্রহকারীদের মধ্যে নেই... তবে তাঁর জন্য মঞ্চ তৈরি ছিল।’ এদিকে নিজের ব্যাটিং নিয়ে রিঙ্কু বলেছেন, ‘শেষ ২ ওভারে ব্যাট করার সুযোগ পেয়েছি। এটা আমার জন্য একটা নিখুঁত পরিস্থিতি ছিল। মঞ্চ তৈরি করা হয়েছিল। আমাদের দল ভালো খেলছে। আমাদেরও একইভাবে এগিয়ে যেতে হবে। এই মুহূর্তে আমরা প্রতিটি ম্যাচ ধরে এগোচ্ছি। ভবিষ্যৎ নিয়ে খুব বেশি ভাবছি না।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন