সমকালীন প্রতিবেদন : ভারতীয় পেসার মহম্মদ শামিকে খুনের হুমকি। তাঁর ভাই জানিয়েছেন, ই-মেলে শামিকে খুনের হুমকি এসেছে তাঁর কাছে। যেখানে বলা হয়েছে, এক কোটি টাকা দিতে। নাহলে শামিকে খুন করা হবে। জানা যাচ্ছে, সেই মেলটি এসেছে রাজপুত সিন্ধার নামে একজনের থেকে। শামি এই মুহূর্তে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএলে খেলতে ব্যস্ত। ভারতীয় পেসারের পরিবার ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছে।
শামির ভাই মহম্মদ হাসিব জানিয়েছেন, রবিবার দুপুর দুটো নাগাদ তাঁর কাছে মেলটি আসে। তাঁরা দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ তদন্ত শুরু করেছে। এফআইআর-ও দায়ের করা হয়েছে। এছাড়া সাইবার সেলও বিষয়টি খতিয়ে দেখছে। হিন্দি ভাষার একটি সংবাদমাধ্যমের মতে, কর্ণাটক থেকে মেলটি এসেছে বলে মনে করা হচ্ছে। তবে নামটি ভুয়ো হওয়ার সম্ভাবনাই বেশি।
যদিও শামির কাছে এসব হুমকিকে পাত্তা দেওয়ার মতো সময় বিশেষ একটা নেই। কারণ, তিনি এই মুহূর্তে সানরাইজার্সের জার্সিতে আইপিএলে ব্যস্ত রয়েছেন। তবে কোনও ক্রিকেটারকে হুমকি দেওয়ার ঘটনা এই প্রথম নয়। ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরও গত মাসে ইমেলের মাধ্যমে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন। এই ঘটনাটি তদন্ত করছে দিল্লি পুলিশ। গম্ভীর ইতিমধ্যেই পুলিশের নিরাপত্তার মধ্যে রয়েছেন।
গম্ভীরের এই হুমকির ঘটনা জম্মু-কাশ্মীরের সন্ত্রাসবাদী হামলার পরে ঘটেছিল। এই হামলায় ২৬ জন নিহত ও বহু আহত হয়েছিলেন। গম্ভীরের ব্যক্তিগত সচিব একটি চিঠিতে পুলিশকে লেখেন, ‘আমরা কথা বলার সময় যেভাবে আলোচনা করেছি, তদনুযায়ী গৌতম গম্ভীর, প্রধান কোচ, ভারতীয় ক্রিকেট দলের ইমেল আইডিতে পাওয়া ‘হুমকির মেল’ নিচে সংযুক্ত করা হল। অনুগ্রহ করে এফআইআর রেজিস্টার করে পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করুন।’
রাজপুত সিন্দার নামের ওই ব্যক্তি মহম্মদ শামিকে খুনের হুমকি দিয়ে ইমেল করায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন শামির পরিবারের সদস্যেরা। বিএনএসের ৩০৮(৪) ছাড়াও তথ্য প্রযুক্তি আইনের ৬৬ডি এবং ৬৬ই ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় পুলিশ সুপারের নির্দেশে শুরু হয়েছে তদন্ত। খতিয়ে দেখা হচ্ছে সম্ভাব্য সব দিক।
অভিযুক্ত ব্যক্তি অচেনা বলে জানিয়েছেন শামির ভাই। কী কারণে শামিকে খুনের হুমকি দেওয়া হল, তা বুঝতে পারছেন না পরিবারের সদস্যেরা। দুই বিখ্যাত ক্রিকেট ব্যক্তিত্বের প্রতি এই হুমকির ঘটনাগুলি নিয়ে কর্তৃপক্ষ সক্রিয়ভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন