Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ৭ মে, ২০২৫

কলকাতার বিরুদ্ধে খেলার পরেই কি অবসর নেবেন মহেন্দ্র সিং ধোনি?

 

Mahendra-Singh-Dhoni

সমকালীন প্রতিবেদন : ‌আইপিএলে বুধবার ইডেন গার্ডেন্সে খেলতে নামছে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। এখনও পর্যন্ত ১১ ম্যাচে ১১ পয়েন্ট রয়েছে কেকেআরের। ফলে বাকি ৩টি ম্যাচই তাঁদের কাছে মাস্ট উইন। মহেন্দ্র সিং ধোনির দল অবশ্য আগেই হেরে ছিটকে গেছে আইপিএল থেকে। তাহলে কি কলকাতাতেই কেরিয়ারে ইতি টানবেন ধোনি? 

জল্পনা বাড়ছে, কারণ এই শহরের সঙ্গে ধোনির একটা আলাদা সম্পর্ক আছে৷ সাক্ষীর বাড়ি রয়েছে, তাই কলকাতাতেই কি সিএসকে জার্সি খুলে রাখার ঘোষণা করবেন মাহি? জল্পনা জোর ছড়িয়েছে৷ কেকেআর বনাম সিএসকে ম্যাচ বুধবার ইডেন গার্ডেন্সে। আর সেখানেই এমএস ধোনি অবসরের ঘোষণা করতে পারেন৷ চেন্নাই সুপার কিংসের ম্যাচের আগে এই খবর আবার ভাইরাল হয়েছে।

ধোনির দল চেন্নাই সুপার কিংসের আইপিএল ২০২৫-এ বুধবার কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে ম্যাচ। সাধারণত এমএস ধোনি ম্যাচের আগে প্রেস কনফারেন্সে আসেন না। কিন্তু কলকাতায় কী হবে৷ পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস আইপিএল ২০২৫-এ তাদের ১১টির মধ্যে ৯টি ম্যাচ হেরে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে। 

এরপর থেকেই মহেন্দ্র সিং ধোনির আইপিএল কেরিয়ার নিয়ে জল্পনা চরমে। কট্টর ফ্যান থেকে শুরু করে অ্যাডাম গিলক্রিস্টের মতো কিংবদন্তীরাও মনে করছেন যে, ধোনির সময় এখন শেষ এবং তাঁর অবসর নেওয়া উচিত। ৪৩ বছর বয়সী ধোনি এবার আইপিএল-এ আনক্যাপড প্লেয়ার হিসেবে খেলছেন। 

ধোনির রঙে রেঙে উঠতে পারে ইডেন গার্ডেন্স। এই কারণেই কলকাতায় হতে চলা চেন্নাই বনাম কলকাতা ম্যাচের জন্য ফ্যানদের মধ্যে অসাধারণ উচ্ছ্বাস রয়েছে। মনে করা হচ্ছে যে, ধোনি কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে শেষবার খেলবেন। এমন পরিস্থিতিতে এই মাঠ এমএস ধোনির ইয়েলো জার্সির রঙে গ্যালারিতে জোয়ার উঠতে পারে মাহি ফ্যানদের। 

কারণ, ধোনি ঝাড়খণ্ডের হলেও তিনি জুনিয়র ক্রিকেটে অনেক সময়েই এই শহরে কাটিয়েছেন। এমন পরিস্থিতিতে বুধবারের দিনটি এই ৪৩ বছর বয়সী খেলোয়াড় এবং তাঁর ফ্যানদের জন্য আবেগের জোয়ার বয়ে আনতে পারে। ইডেন গার্ডেন্স ধোনির অনেক কৃতিত্বের সাক্ষী থেকেছে, যার মধ্যে টেস্ট ক্রিকেটে দুটি শতক অন্তর্ভুক্ত রয়েছে। তিনি এখানে ক্লাব ক্রিকেটও খেলেছেন।

এদিকে, বুধবারের ম্যাচটি ধোনির বিদায়ী ম্যাচ হোক বা না হোক কেকেআর-এর জন্য এই ম্যাচ ডু অর ডাই পরিস্থিতির৷ চেন্নাই সুপার কিংসের জন্য টুর্নামেন্টে এখন হারানোর কিছু নেই। এই কারণে তারা এখন মুক্তভাবে খেলবে। কলকাতা নাইট রাইডার্সের প্লে-অফের আশা জিইয়ে রাখতে চাইলে বাকি তিন ম্যাচের প্রথম এই হোম ম্যাচটি জিততে হবে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন