Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ১৮ মে, ২০২৫

অবসরের পরেও কি বিরাট-রোহিতকে এ প্লাস গ্রেডে রাখা হবে?

 

A-plus-grade

সমকালীন প্রতিবেদন : কয়েকদিনের ব্যবধানে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। ইংল্যান্ড সফরের ঠিক আগেই পরপর টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন রোহিত এবং কোহলি। এই দুই খেলোয়াড়ই টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকে আগেই অবসর নিয়েছেন। তাঁরা দু’জনেই জানিয়েছেন, দেশের জার্সিতে শুধু ৫০ ওভারের ক্রিকেটেই খেলবেন।

এই দুই কিংবদন্তি ক্রিকেটারকে নিয়ে নানা মহল থেকে বিভিন্ন প্রতিক্রিয়া আসছে। টেস্ট ও টি-২০ ফরম্যাট থেকে অবসর ঘোষণার পর কোহলি-রোহিতকে এ প্লাস গ্রেডে রাখা হবে কিনা, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল।

এক সাক্ষাৎকারে বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সইকিয়া জানিয়েছেন, "যদিও রোহিত এবং কোহলি টি-টোয়েন্টির পর টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন, তবে তাঁরা এখনও ভারতীয় ক্রিকেটের অংশ। তাই, তাঁরা কেন্দ্রীয় চুক্তির গ্রেড এ প্লাস সুবিধা পেতে থাকবেন।" 

টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নিলেও এ প্লাস বিভাগেই থাকবেন রোহিত ও বিরাট। তা হলে সর্বোচ্চ ক্যাটিগরিতে না থাকার প্রশ্ন উঠছে কেন। দু’জনেই একই গ্রেডে থাকবেন এবং সমস্ত সুযোগ-সুবিধা পাবেন ওই ক্যাটিগরির।

বর্তমানে ভারতীয় ক্রিকেটে এ প্লাস ক্যাটেগিতে রয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। যার জন্য বছরে সাত কোটি টাকা করে পান দুই তারকা। তাই প্রশ্ন ওঠা স্বাভাবিক, শুধুমাত্র একটি ফরম্যাট খেলার পর তাঁদের কেন্দ্রীয় চুক্তির গ্রেড কমানো হবে কি না। সংবাদ সংস্থাকে বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া  জানিয়েছেন, "যেহেতু তাঁরা এখনও ভারতীয় ক্রিকেটের অংশ, তাই তাঁরা কেন্দ্রীয় চুক্তির গ্রেড এ প্লাস সুবিধা পেতে থাকবেন।"

গত মাসে বিসিসিআই ২০২৪-২৫ সালের জন্য খেলোয়াড়দের বার্ষিক চুক্তির তালিকা ঘোষণা করেছে। এই তালিকায় মোট ৩৪ জন খেলোয়াড় রয়েছেন। চারজন খেলোয়াড়কে এ প্লাস গ্রেডে রাখা হয়েছে যাঁদের মধ্যে রোহিত এবং কোহলিও রয়েছেন। 

বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তির এ প্লাস ক্যাটাগরিতে রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজাকে রাখা হয়েছে। তবে বোর্ডের রীতি অনুযায়ী তিন ফরম্যাটেই সেরা পারফর্ম করা প্লেয়ারদের এ প্লাস গ্রেডে রাখা হতো। 

যেহেতু ১ অক্টোবর, ২০২৪ থেকে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমার জন্য এই চুক্তি নির্ধারিত হয়েছে তাই এ প্লাস বিভাগেই থাকছেন রোহিত-বিরাটরা। তবে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত ওডিআই তাঁরা খেলবেন কি না, সেই বিষয়ে সংশয় থেকেই যাচ্ছে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন