Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

শ্রমিক দিবসে বনগাঁয় বিশেষ কর্মসূচি আইএনটিটিইউসির

 ‌

May-Day

সমকালীন প্রতিবেদন : শ্রমিক দিবস উপলক্ষে অত্যাধুনিক অ্যাম্বুলেন্সের উদ্বোধন হলো বনগাঁয়। বের করা হল মহা মিছিল। আইএনটিটিইউসির বনগাঁ সাংগঠনিক জেলার উদ্যোগে এই বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। 

এদিন সকালে সংগঠনের জেলা সভাপতি নারায়ণ ঘোষের নেতৃত্বে চুয়াল্লিশ বাস স্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য মহা মিছিল শুরু হয় শহর পরিক্রমা করে সেই মিছিল শেষ হয় প্রতাপ ঘরে মিছিলে পা মেলান জেলা সভাপতি সহ সংগঠনের একাধিক নেতা নেত্রী। 

এর আগে এদিন সকালে সংগঠনের মূল কার্যালয়ের সামনে সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে শ্রমিক দিবসকে স্মরণ করা হয়। সংগঠনের সভাপতি নারায়ণ ঘোষ জানিয়েছেন, নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সহযোগিতায় এবং আইএনটিটিইউসির বনগাঁ সাংগঠনিক জেলার উদ্যোগে আইসিইউ সুবিধাযুক্ত অত্যাধুনিক অ্যাম্বুলেন্স চালু করা হলো। 

এদিন ফিতে কেটে অত্যাধুনিক এই অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন বনগাঁ পুরসভার প্রধান গোপাল শেঠ এবং সংগঠনের জেলা সভাপতি নারায়ণ ঘোষ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এর আগে বনগাঁতে আইসিইউ সুবিধাযুক্ত অ্যাম্বুলেন্স ছিল না। এদিন এই অ্যাম্বুলেন্স চালু হওয়ার ফলে বনগাঁর সাধারণ মানুষ চিকিৎসাক্ষেত্রে এই অ্যাম্বুলেন্সের সুবিধা ভোগ করতে পারবেন।‌‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন