সমকালীন প্রতিবেদন : কলকাতা নাইট রাইডার্স কি প্লে-অফে জায়গা করে নিতে পারবে? অঙ্ক বলছে, অবশ্যই। বিশেষ করে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গত ম্যাচটা জেতার পর কেকেআরের সম্ভাবনা অনেকটাই বেড়ে গিয়েছে। এর জন্য মাঠেও ভালো পারফর্ম করতে পারবে। কলকাতা নাইট রাইডার্সের কাছে এখন প্রতিটা ম্যাচই কার্যত নকআউট পর্বের।
২০১৭ সালের পর প্রথমবার রাজধানীতে দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছে নাইট রাইডার্স। রবিবার ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামছে কেকেআর। এমন এক প্রতিপক্ষ যাদের আর প্লে-অফের সম্ভাবনা নেই। আর এই পরিস্থিতিতে নাইট অধিনায়ককে নতুন করে উদ্যম দিচ্ছে টিম মালিক শাহরুখ খানের মন্ত্র।
আসলে দল জিতুক বা হারুক, বরাবরই পাশে থাকেন কিং খান। এককথায় নাইট রাইডার্সের ইউএসপি তিনিই। কিন্তু কেন এত স্পেশাল শাহরুখ? কীভাবে দলের মধ্যে জয়ের শক্তি জাগিয়ে তোলেন? রাহানে বলছেন, 'শাহরুখের সঙ্গে এখন কথা হয়, উনি টিম মালিক। আমি অধিনায়ক। ওঁর সঙ্গে কথা বললে একটা ইতিবাচক ভাবনা কাজ করে।'
রাহানে বলেন, 'একটা প্লেয়ারকে কীভাবে সমর্থন জোগাতে হয়, সেটা উনি খুব ভালো জানেন। কথা বললে বোঝা যায়, উনি কতটা ইতিবাচক মানসিকতার। সবাইকে সমান চোখে দেখেন। নতুন-পুরনো ভেদাভেদ নেই। টিমের অনেকের কাছে শাহরুখ বাবার মতো। ওঁর প্রচুর অভিজ্ঞতা। সেগুলো আমাদের সঙ্গে ভাগ করে নেন। উনি যে সুপারস্টার, সেটা কথা বলার সময় বোঝা যায় না।'
অভিজ্ঞতা তো রাহানেরও কম নয়। শনিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ঘরের মাঠে ম্যাচ। শুধু এই ম্যাচ নয়, সব মিলিয়ে কেকেআরের সামনে চারটি কঠিন ম্যাচ। রাহানের বক্তব্য, 'আমাদের চারে চার করতে হবে। কিন্তু আমরা একটা একটা ম্যাচ ধরে এগোচ্ছি। আপাতত ঘরের মাঠে রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ। সেটার পর বাকি ম্যাচ নিয়ে ভাবব। আমাদের লক্ষ্য থাকবে, ম্যাচের দিন নিজেদের সেরাটা দেওয়ার। যেরকম দিল্লি ম্যাচে দিয়েছি।'
বহুদিন পর দিল্লির বিরুদ্ধে ম্যাচেই মনে হয়েছে, সবকিছু ঠিকঠাক হয়েছে। যে ওপেনিং জুটি নিয়ে চিন্তা ছিল, তাঁরাও স্বস্তি দিয়েছেন। সেটা যে বাড়তি সাহস জোগাচ্ছে, সেটা রাহানে মেনে নিলেন। তিনি বললেন, 'ওপেনিং ভালো হলে পরের দিকে ব্যাটারদের কাজ সহজ হয়ে যায়। সুনীল ভালো ওপেনার। দিল্লির বিরুদ্ধে রান পেয়েছে। তবে আইপিএলে ভুলভ্রান্তি হবেই। কোনও একজন প্লেয়ারকে লক্ষ্য করে কিছু বলা উচিত নয়। আমি সেই আদর্শে বিশ্বাসও করি না। এই ফরম্যাটে ঝুঁকি তো নিতেই হয়। কোনও ম্যাচ ভালো খেলবে, কোনও ম্যাচ হবে না।' কিন্তু শেষমেষ কি প্লে-অফে জায়গা করে নিতে পারবে কেকেআর?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন