Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ৪ মে, ২০২৫

পাকিস্তানের পর বাংলাদেশকেও ব্ল্যাক লিস্ট করবে ভারত?

 

Bangladesh-also-blacklisted

সমকালীন প্রতিবেদন : চলতি বছরের আগস্ট মাসে সীমিত ওভারের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে যাওয়ার কথা টিম ইন্ডিয়ার। ইতিমধ্যে সূচিও প্রকাশ করে দিয়েছে বিসিসিআই। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে ভারত এই সিরিজ খেলতে গেলে নিরাপত্তাজনিত কোনও সমস্যা হবে না তো? 

সেই সিরিজ নিয়ে কালো মেঘ ঘনাতে শুরু করেছে। কারণ পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে কোনওরকম ক্রিকেট সম্পর্ক স্থাপন করতে নারাজ বিসিসিআই। সেই অবস্থায় কি বাংলাদেশকেও ফেলা হবে ব্ল্যাক লিস্টে? এই জল্পনা চলছে ব্যাপকভাবে। 

বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতীয় ক্রিকেট দলের ক্যালেন্ডারে থাকা বাংলাদেশ সফরও বাতিল করা হতে পারে। জানা গিয়েছে, বাংলাদেশের এক সেনা আধিকারিক ভারতের পূর্বাঞ্চলের রাজ্যগুলির উপর হামলা করার হুঙ্কার দিয়েছেন। সঙ্গে এও জানিয়েছেন যে, চিনের সেনারা নাকি তাদের সাহায্যও করবে। ভারত সরকারের পক্ষ থেকে এই বিবৃতি যথেষ্ট গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। 

বোর্ডের এক সূত্র একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, 'এই সফরটা ক্যালেন্ডারের অংশ ঠিকই, কিন্তু এখনও কিছু চূড়ান্ত নয়। ফলে এই অবস্থায় ওয়ানডে ও টি-টোয়েন্টি সফরে ভারতীয় দল বাংলাদেশে নাও যেতে পারে। তবে এখনও পর্যন্ত এই পরিস্থিতিতে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।'

এমনকী চলতি বছরে ভারতের মাটিতে এশিয়া কাপে প্রতিবেশী দলগুলোকে অংশগ্রহণ করতে দেওয়া হবে কি না, তা নিয়েও চিন্তা বাড়ছে। ওই রিপোর্টে বলা হচ্ছে, 'ভারত সরকার যথেষ্ট কড়া পদক্ষেপ নিচ্ছে। ভবিষ্যতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ক্রিকেট নাও হতে পারে।' 

গত আগস্টে শেখ হাসিনার পতনের পর দুই দেশের রাজনৈতিক সম্পর্কে বৈরিতা তৈরি হয়েছে। এর মধ্যে বাংলাদেশের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান উস্কানিমূলক পোস্ট করেছেন। তিনি লিখেছেন, 'ভারত পাকিস্তানকে আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেওয়া। এব্যাপারে চিনের সাথে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি।' 

এমনিতে পাকিস্তানের সঙ্গে আর কোনও ম্যাচ খেলতে চাইছে না ভারত। এবার বাংলাদেশ থেকেও যদি এইরকম 'উস্কানি' দেওয়া হয়, সেক্ষেত্রে দু'দেশের ক্রিকেট ম্যাচ বন্ধ করা হতে পারে বলেই মনে করা হচ্ছে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন