Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ৬ মে, ২০২৫

ব্যাটিং তাণ্ডবে ইডেনে আন্দ্রে রাসেল গড়লেন বড় ইতিহাস

 

Andre-Russell

সমকালীন প্রতিবেদন : রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামার আগে আন্দ্রে রাসেলের কেকেআর জার্সিতে এই মরশুমে রান ছিল মাত্র ৭২৷ রোজই নিন্দুকরা তাঁকে বাদ দিয়ে দল গড়ার আশা করছিলেন৷ আশঙ্কা হয়ত কিছুটা ছুঁয়েছিল মাসেল রাসলকও৷ কিন্তু নাইট ম্যানেজমেন্ট তাঁদের দীর্ঘ যুদ্ধের সৈনিকের ওপর আস্থা হারায়নি৷ 

বরং রবিবার ইডেন গার্ডেন্সে ঘরের মাঠে তাঁর ব্যাটিং অর্ডার বদলে তাঁকে ওপরে খেলানোর সিদ্ধান্ত নেন অজিঙ্কা রাহানেরা৷ পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে রবিবার কেকেআর ফ্যানদের পয়সা উসুল এন্টারটেনমেন্ট দিয়ে দেন ক্যারিবিয়ান পাওয়ার হিটার৷ হাতে সাত ওভার আছে এই জায়গায় ব্যাট করতে নামেন তিনি৷ 

প্রথম ৯ বলে মাত্র ২ রান করেছিলেন তিনি৷ কিন্তু এরপরেই খেলা ঘুরে যায়৷ ২৫ বলে ৫৭ রান করেন তিনি৷ তাঁর ইনিংস সাজানো ছিল ৪ টি চার ও ৬ টি ছক্কা দিয়ে৷ তাঁর ব্যাটেই লড়াই করার মতো জায়গায় পৌঁছোয় কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ জিতিয়ে রাসেল জানালেন, চারটি ফাইনাল খেলতে নেমেছেন তাঁরা।

রবিবার রাসেল রান না করলে চাপে পড়ে যেত কলকাতা। তাঁর ব্যাটেই ২০০ রানের গণ্ডি পার করার সুযোগ পায় দল। ম্যাচ জিতিয়ে রাসেল বলেন, 'এই ম্যাচের গুরুত্ব আমরা সকলেই জানি। চারটে ফাইনাল খেলতে নেমেছি আমরা। বাকি সব কিছু বাদ দিয়ে শুধু জেতাই লক্ষ্য এখন আমাদের। সেটা করতে পেরেছি। পুরো দল ভাল খেলেছে।' 

রবিবার ব্যাট করতে নেমে প্রথম ৯ বলে মাত্র ২ রান করেছিলেন রাসেল। সেখান থেকে ২৫ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন। রাসেল বলেন, 'আমি কখনও ডট বল নিয়ে ভাবি না। কারণ, জানি বড় শট খেলতে পারব। এই পিচে প্রথম থেকেই রান তোলা কঠিন ছিল। সেই কারণেই সময় নিচ্ছিলাম। সেটা কাজে লেগেছে। শেষ দিকে রিঙ্কুও বড় শট খেলে। অনেক ম্যাচ খেলেছি। জানি কোন বোলারকে মারার জন্য বেছে নেওয়া উচিত। স্কোরবোর্ডে আমি কখনও ৫ ওভার দেখি না, আমি দেখি ৩০ বল। ভেবে নিই এর মধ্যে ১৫টা বল খেললেও ৪০ রান করে দিতে পারি।'

রবিবারের ম্যাচে প্রথমে ব্যাট করে কলকাতা ২০৬ রান করে। আন্দ্রে রাসেল ২৫ বলে ৫৭ রান করে দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেন। এদিন ইডেনের ঐতিহাসিক মাঠে এক নতুন ইনিংস তৈরি করলেন রাসেল। এর আগে শুধুমাত্র গৌতম গম্ভীর ও রবিন উত্থাপ্পার ছিল ইডেনের মাঠে ১০০০ রান৷ 

তিনি তৃতীয় ক্রিকেটার হিসেবে এবং প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে এই রেকর্ড তৈরি করে ফেললেন৷ আইপিএলের ইতিহাসে তিনি ১৮তম ক্রিকেটার, যিনি একটি ভ্যেনুতে ১০০০ রানের মাইলস্টোন পেরোলেন৷ এদিকে এর পাশাপাশি টি টোয়েন্টিতে একটি ভ্যেনুতে সেরা স্ট্রাইক রেটে ১০০০ রান করার কৃতিত্বে সকলকেই ছাপিয়ে গেলেন আন্দ্রে রাসেল৷




          

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন